For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদিতে বিশ্বের বৃহত্তম তৈলভাণ্ডারে ড্রোন হামলা! মার্কিন প্রতিক্রিয়া ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি

সৌদির আরমাকো সংস্থার একটি তোলের ভাণ্ডারে বীভৎস ড্রোন হামলার পর থেকে চরম তোলপাড় আন্তর্জাতিক মহলে। বিশ্বের সবচেয়ে বড় তৈল খনিতে ড্রোন হামলা করে বীভৎস অগ্নিকাণ্ড ঘিরে রীতিমতো হতবাক আরব দুনিয়া।

  • |
Google Oneindia Bengali News

সৌদির আরমাকো সংস্থার একটি তোলের ভাণ্ডারে বীভৎস ড্রোন হামলার পর থেকে চরম তোলপাড় আন্তর্জাতিক মহলে। বিশ্বের সবচেয়ে বড় তৈল খনিতে ড্রোন হামলা করে বীভৎস অগ্নিকাণ্ড ঘিরে রীতিমতো হতবাক আরব দুনিয়া। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলে পরিস্থিতিতে উত্তেজনা আরও খানিকটা উস্কে দিয়েছে মার্কিন। ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের খোঁচার নিশানায় এখনও ইরানই রয়েছে।

হুথি-র হামলা

হুথি-র হামলা

১০ টিরও বেশি ড্রোন নিয়ে সৌদির আরমাকো-র তৈল খনিতে জোরালো হামলা চালানো হয়। ঘটনার পর ইরান সমর্থিত ইয়েমেনের হুথি জঙ্গিরা হামলার দায় স্বীকার করে। শুধু এই প্রথমবার নয়, এর আগেও হুথিরা সৌদিকে নিশানায় রেখে বহু ধরনের হামলা চালিয়েছে। হুথির দাবি করেছে, হুথি গোষ্ঠীর সবচেয়ে বড় হামলা এটিই। যা সম্ভব হয়েছে দেশের মানুষদের সমর্থনে।

সাম্রাজ্যের তৈল পরিবহণে ব্যাপক ক্ষতি!

সাম্রাজ্যের তৈল পরিবহণে ব্যাপক ক্ষতি!

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সৌদিতে এই হামলার ফলে ৫.৭ মিলিয়ন ব্যারেল তেলের ক্ষতি হয়েছে। যা গোটা বিশ্বের ৫ শতাংশ পরিবাহিত তেলের ৫ শতাংশ। তৈল পরিবহণের উপর ব্যাপক প্রভাব ফেলতে চলেছে। কারণ , গোটা বিশ্বের তৈল পরিবহণের ক্ষেত্রে এই ঘটনার পর দামের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে তেহরান

মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে তেহরান

ইরান-মার্কিন ঠাণ্ডা লড়াই বহুদিন ধরেই উপসগারের বুকে চলতে শুরু করেছে। আর সেই লড়াইকে উস্কে দিয়েই এবার মার্কিন মুলুক , সদ্য সৌদিতে তৈল ভাণ্ডারের হামলা নিয়ে জানিয়ে দেয় যে, 'ইয়েমেন থেকেই যে হামলা হয়েছে তার কোনও প্রমাণ নেই। ' মার্কিন সেক্রেটারির দাবি, 'ইরান বিশ্বের বড়সড় শক্তির সঞ্চালনের ওপর অভূতপূর্ব হামলা চালিয়ে যাচ্ছে।' পাশাপাশি, সৌদিতে এই হামলাকে মার্কিন মুলুক 'ইরানের হামলা' বলে দাবি করেছে।

<strong>[ দালালচক্র রুখতে স্বাস্থকর্মীদের ইউনিফর্ম বালুরঘাটের হাসপাতালে]</strong>[ দালালচক্র রুখতে স্বাস্থকর্মীদের ইউনিফর্ম বালুরঘাটের হাসপাতালে]

[ পুজো আসে, পুজো যায়, ঢাকিপাড়ার ঢাকিদের মুখে আর হাসি ফোটে না][ পুজো আসে, পুজো যায়, ঢাকিপাড়ার ঢাকিদের মুখে আর হাসি ফোটে না]

English summary
Drone strike attack in Suadi Arabia , US blames Iran .US Secretary of State Mike Pompeo while blaming Iran said “there is no evidence the attacks came from Yemen” and points the finger at Tehran.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X