For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাক প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় চালক ও হেলপার আটক

বাক প্রতিবন্ধি ওই নারী রাস্তায় পড়ে কাতরাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নারী মেঝেতে লিখে জানিয়েছিলেন, কেন তাকে বাস থেকে ফেলে দেয়া হয়।

  • By Bbc Bengali

বাসে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রায়ই পাওয়া যায়
Getty Images
বাসে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রায়ই পাওয়া যায়

ঢাকার কাছে কেরানীগঞ্জে বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেয়ার ঘটনায় বাস চালক ও হেলপার কে আটক করেছে র‍্যাব।

একই সঙ্গে ওই বাসটিও জব্দ করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে যে "চলন্ত বাস থেকে বাক প্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলার ঘটনায় এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার ও বাস জব্দ করা হয়েছে"।

সোমবার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুটিয়ামারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে রোববার বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা ঘটেছিলো।

এ নিয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা গণমাধ্যমে উঠে আসে।

ভিডিওতে দেখা যায় নীল গেঞ্জি পরিহিত এক ব্যক্তি বাস থেকে ধাক্কা দিয়ে ওই নারীকে ফেলে দেয়ার পর তিনি কাতরাচ্ছেন।

ওই ভিডিওতে বাসটির নম্বরও বেশ পরিষ্কারভাবেই দেখা গেছে।

পরে একটি টাইলসের ওপর লিখে বাক প্রতিবন্ধী ওই নারী জানান যে ভাড়া না দিতে পারায় তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করে জড়িতদের শাস্তি দাবি করেছিলো।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

চলন্ত বাসে ধর্ষণের পর গলা টিপে, ঘাড় মটকে হত্যা

বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড

ছিন্ন হাতের যে ছবি দেখে আঁতকে উঠেছেন ঢাকাবাসী

দুর্ঘটনা প্রতিরোধে কি করছে কর্তৃপক্ষ?

English summary
driver and helper were arrested for throwing a speech-impaired woman from a moving bus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X