For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিধ্বস্ত পাকিস্তানে চিকিৎসকদের গ্রেফতারি শুরু! কী ঘটিয়েছে ইমরান প্রশাসন

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রবল সংক্রমণে গোটা পাকিস্তান জর্জরিত। লাহোর থেকে সিন্ধ , সমস্ত এলাকাতেই একের পর এক করোনা আক্রান্ত মানুষের খবর উঠে আসছে পাকিস্তানে। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসকার পাচ্ছেন না উপযুক্ত নিরাপদ পোশাক , যা পরে চিকিৎসা করা যায়। এমন পরিস্থিতিতে করুণ অবস্থা পাকিস্তানে।

চিকিৎসকদের করুণ পরিণতি!

চিকিৎসকদের করুণ পরিণতি!

পিপিই সহ একাধিক অতি প্রয়োজনীয় চিকিৎসার সামগ্রী তথা ভাইরাস সেফটি সংক্রান্ত সামগ্রীর দেওয়ার দাবি তুলেছেন পাকিস্তানেক চিকিৎসকরা। আর সেই দাবিতে সরব হয়ে শেষে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হচ্ছে তাঁদের।

 গ্রেফতারি শুরু!

গ্রেফতারি শুরু!

করোনার আবহে যেখানে চিকিৎসকদের ঈশ্বরের আসনে বসিয়েছে গোটা বিশ্ব,সেখানে পাকিস্তানে প্রতিবাদরত ৫০ জন চিকিৎসককে গ্রেফতার করেছে ইমরান প্রশাসন। এমন পরিস্থিতিতে দেশে সংকট আরও বৃদ্ধি পাচ্ছে।

ইমরান প্রশাসন যা জানিয়েছে!

ইমরান প্রশাসন যা জানিয়েছে!

ইমরান প্রশাসন জানিয়েছে, আইন ভাঙার অপরাধে সেদেশে ৫০ এর বেশি চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, ৩২৭৭ জন পাকিস্তানে আপাতত করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫০ জনের। এমন অবস্থায় মাস্ক থেকে শুরু করে একাধিক প্রয়োজনীয় সামগ্রী নেই দেশের চিকিৎসকদের কাছে। আর তারমধ্য়ে এই গ্রেফতারি পরিস্থিতি আরও জটিল করেছে।

English summary
Dozons of Doctors demanding virus safety equipment arrested in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X