For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৬ সালের তুলনায় দ্বিগুণ পোস্টাল ভোট আমেরিকায়, কোন রাজ্য কখন গণনা শুরু জেনে নিন

২০১৬ সালের তুলনায় দ্বিগুণ পোস্টাল ভোট আমেরিকায়, কোন রাজ্য কখন গণনা শুরু জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ভোটের ময়দানে নেমে পড়েছে গোটা আমেরিকা। করোনা আবহের মধ্যেই নির্বাচের চিরাচরিত প্রথা থেকে সরে আসেনি আমেরিকা। প্রথা মেনে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারই ভোট গ্রহণ শুরু হয়েছে আমেরিকায়। কিন্তু ভোট কেন্দ্রে সরাসরি ভোটের তুলনায় যেহেতু এবার ডাকযোগে প্রচুর ভোট পড়েছে তাই প্রাথমিক ফলাফলে কে এগিয়ে আছে সেটা বোঝা কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০১৬ সালের নির্বাচনের তুলনায় এবারে দ্বিগুণ পোস্টাল ভোট আমেরিকায়

২০১৬ সালের নির্বাচনের তুলনায় এবারে দ্বিগুণ পোস্টাল ভোট আমেরিকায়

যদিও করোনা সঙ্কটের কারণেই ২০১৬ সালের নির্বাচনের তুলনায় এবারে দ্বিগুণ পোস্টাল ভোট পড়েছে বলেও খবর। সংক্রমণ এড়াতেই মানুষ পোস্টাল ব্যালটকে তুলনায় অনেক বেশি বেছেছেন বলে জানা যাচ্ছে। যদিও নির্বাচনের ক্ষেত্রে আমেরিকার কয়েক কোটি মানুষ পোস্টাল ব্যালটে নিজেদের রায় জানালেও ইলেকশন ডে-তে প্রতিটি রাজ্যেই লক্ষ লক্ষ মানুষ ভোট কেন্দ্রের সামনে ভিড় করছেন।

 ভোট গ্রহণ শেষ হবে রাত ৮টায়

ভোট গ্রহণ শেষ হবে রাত ৮টায়

এদিকে মার্কিন মুলুকে ভোট গ্রহণের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে বলেও জানা যাচ্ছে। যেমন ফ্লোরিডার ক্ষেত্রে মেল-ইন ভোটের গোটা প্রক্রিয়া শুরু হয়ে যায় ২৪ সেপ্টেম্বর। একইসাথে ইলেকশন ডে-র আগেই সমস্ত পোস্টাল ব্যালট গননা কেন্দ্রে পৌঁছে যাওয়া আবশ্যিক। গননা হবে ৩ নভেম্বরই। ভোট গ্রহণ শেষ হবে রাত ৮টা নাগাদ।

ফ্লোরিডার সাথে নিয়মের বেশ খানিকটা মিল রয়েছে জর্জিয়ার

ফ্লোরিডার সাথে নিয়মের বেশ খানিকটা মিল রয়েছে জর্জিয়ার

এদিকে ভোট গ্রহণের ক্ষেত্রে ফ্লোরিডার সাথে নিয়মের বেশ খানিকটা মিল রয়েছে জর্জিয়ার। সেখানে ৩রা নভেম্বর পর্যন্ত যেসব ভোট কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছাবে সেগুলো গণনা করা হবে। যদিও গোটা ভোটিং প্রক্রিয়া শুরু হয়ে যায় ১৯ অক্টোবর থেকে। সমস্ত পোস্টাল ব্যালটের গননা ও হবে একই দিনে। অন্যদিকে ভোট গ্রহণ শেষ হবে ফ্লোরিডার থেকে একঘণ্টা আগে সন্ধ্যে ৭টা নাগাদ।

নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় রদবদল রয়েছে টেক্সাসে

নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় রদবদল রয়েছে টেক্সাসে

অন্যদিকে টেক্সাসের ক্ষেত্রে আবার নিয়মে বেশ কিছুটা রদবদল। এই রাজ্যে ভোট গ্রহণ শেষ হয় রাত ৯টা নাগাদ। এখানে আবার পোস্টাল ব্যালট পৌঁছানোর শেষদিন ৪ঠা নভেম্বর। অন্যদিকে বড় কাউন্টিগুলিতে পোস্টাল ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যায় ২২ অক্টোবর। ছোট কাউন্টিগুলিতে ৩০ অক্টোবর থেকে এই কাজ শুরু হয়। পাশাপাশি মেল ভোটের গননা হয় ২২ অক্টোবর। উইসকনসিন এবং মিশিগানে ভোটগ্রহণ চলবে রাত নটা পর্যন্ত। এখানেও হাড্ডাহাড্ডি লড়াউ হতে চলেছে ট্রাম্প ও বাইডিনের শিবিরের মধ্যে।

বাকি রাজ্যগুলির চিত্রটা ঠিক কীরকম ?

বাকি রাজ্যগুলির চিত্রটা ঠিক কীরকম ?

অন্যদিকে নর্থক্যারোলিনার ক্ষেত্রে প্রি-ইলেকশন ভোটের প্রক্রিয়া শুরু হয় ২৯ সেপ্টেম্বর। গননা শুরু হয় ইলেকশন ডে-তেই। ভোটগ্রহণ কেন্দ্র বন্ধ হয় সন্ধ্যা ৭টা নাগাদ। অন্যদিকে পেনেসেলভেনিয়ার ক্ষেত্রে নিয়ম খানিক এক হলেও এখানে মেল ব্যালট এসে পৌঁছায় নভেম্বর। ইলেকশন ডে-তে ভোটগ্রহণ কেন্দ্রের ঝাপ বন্ধ হয় রাত ৮টায়। অন্যদিকে ওহিহোর ক্ষেত্রে আবার প্রি-ইলেকশন ভোটের প্রক্রিয়া শুরু হয় ৬ অক্টোবর। গননা হয় ৩ নভেম্বর।

ট্রাম্প বা বাইডেন যেই আসুন ক্ষমতায় আখেরে লাভ ভারতের, চাপ বাড়বে বেজিংয়েরট্রাম্প বা বাইডেন যেই আসুন ক্ষমতায় আখেরে লাভ ভারতের, চাপ বাড়বে বেজিংয়ের

English summary
doublepostal votes in america as than 2016 find out when key states starts counting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X