বাইডেনের প্রতি ট্রাম্পের চিঠিতে কী রয়েছে! মুখ খুললেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট
ঐতিহ্য় মেনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গিয়েছেন। আর সেই চিঠি নিয়ে মুখ খুললেন খোদ বাইডেন। জানালেন একটি 'উদার' ভাবনা নিয়ে চিঠি তাঁর জন্য রেখে গিয়েছেন ট্রাম্প।

মূলত, ট্রাম্পের প্রেসিডেন্ট পদ ছাড়া নিয়ে বিস্তর জলঘোলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশে। ট্রাম্প আগেই জানান যে তিনি বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না। তবে মার্কিন ঐতিহ্য মেনে তিনি বাইজেনকে একটি চিঠি লিখে গিয়েছেন বলে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট, উত্তরসূরিকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখে যাবেন। আর তা করেছেন ধনকুবের ট্রাম্প। আর সেই চিঠি উদার মনস্কতার পরিচয় দিয়েছে বলে বার্তা দেন বাইডেন।
এদিকে, ট্রাম্পের আনা একের পর এক নীতিতেক কার্যত নস্যাৎ করে নতুন পথে প্রথম দিন থেকে আমেরিকাকে নিয়ে যাওয়ার পথ নিয়েছেন বাইডেন। মুসলিমদের মার্কিন প্রবেশ,স্বাস্থ্য, পরিবেশ থেকে মেক্সিকো দেওয়াল নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে মার্কিন ৪৬ তম রাষ্ট্রপতি নিজের বার্তা জোরালো করেছেন।