For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করতে চলেছেন ১৫ নভেম্বর, চড়ছে জল্পনার পারদ

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করতে চলেছে ১৫ নভেম্বর। তাঁর এই ঘোষণাতেই জল্পনার পারদ চড়েছে আমরিকাজুড়ে।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করতে চলেছে ১৫ নভেম্বর। তাঁর এই ঘোষণাতেই জল্পনার পারদ চড়েছে আমরিকাজুড়ে। সোমবার রাতে ওয়াইওর ভান্ডালিয়ার জন সমাবেশে তিনি শুধু জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর তিনি একটি বড় ঘোষণা করবেন। তাতেই উল্লসিত জনতা। কী সেই বড় ঘোষণা তা নিয়ে এখন মার্কিন মুলুকে জোর চর্চা চলছে।

ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করতে চলেছেন ১৫ নভেম্বর

মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন রাষ্ট্রপতি যদি বড় ঘোষণার কথা বলেন, তাহলে তা কী হতে পারে, তা সম্যক সবাই-ই জানেন। তিনি ফলাও করে জানিয়েছেন, আগামী সপ্তাহে ফ্লোরিডা থেকে তিনি বড় ঘোষণা করবেন। ওহাইওতে এই বছরের মধ্যবর্তী নির্বাচনের দিন চূড়ান্ত হবে। তার আগেই বড় ঘোষণার আগে ট্রাম্পের একটি ছোট্ট বার্তা সবাইকে ভাবিয়ে তুলেছে।

তবে কি তৃতীয়বারের জন্য ভোটে লড়বেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভোটের দিন ঘোষণার আগে বড় ঘোষণার বার্তা দিয়ে তিনি এমনই কিছু জানাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলস্বরূপ ট্রাম্পের ঘোষণার পর উত্তেজনার পারদ চড়েছে। তিনি বলেছেন, ১৫ নভেম্বর মঙ্গলবার আমি মার-এ-লাগোতে একটা খুব বড় ঘোষণা করতে যাচ্ছে।

যখন তাঁকে সমাবেশে ভাষণ দিতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়েছেন, তখনই তাঁর তরফ থেকে ওই ঘোষণা এসেছে। সেনেট প্রার্থী জেডি ভ্যান্সের সমর্থনে তিনি ভাষণ দেওয়ার মধ্যেই বহু প্রতীক্ষিত সেই ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিলেন। এখন দেখার তিনি যে কৌতুহলের সৃষ্টি করলেন ঘোষণার আগে, সেই কৌতুহলের নিরসন তিনি কেমনভাবে করেন।

এটা স্পষ্ট যে, ট্রাম্প তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। খুব সম্ভবত তিনি ফের লড়বেন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার জন্য। এখন দেখার তিনি কতটা জন সমর্থন পান। আমাকে সম্ভবত আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে, আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন। আমাকে সাহস দেবেন।

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। রিপাবলিকান কর্মকর্তারা ও ট্রাম্পের অনুগত কিছু নেতা তাঁকে প্রচার শুরু করার জন্য মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি আর উত্তেজনা চেপে রাখতে পারলেন না। তিনি প্রকাশ করে ফেললেন তাঁর ভিতরে জমে থাকা সেই অদম্য ইচ্ছার কথা। যদিও তিনি কৌতুহল তৈরি করে রেখেছেন। কিন্তু বুঝতে ভুল হবে না। তিনি কী ঘোষণা করতে চাইছেন।

মোদী-রাজ্যে ভোটের মুখে কংগ্রেসে ভাঙন, ১০ বারের বিধায়ক কি বিজেপির পথে মোদী-রাজ্যে ভোটের মুখে কংগ্রেসে ভাঙন, ১০ বারের বিধায়ক কি বিজেপির পথে

English summary
Donald Trump will make a big announcement on 15 November before USA election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X