For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে শহিদ জওয়ানদের প্রতি শোকজ্ঞাপন আমেরিকার! ভারত-চিন মধ্যস্থতার বিষয়ে 'চুপ' ট্রাম্প

Google Oneindia Bengali News

এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব৷ একইসঙ্গে নজর রাখছে আমেরিকাও৷ এরই মাঝে লাদাখের গালওয়ানে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুতে শোকজ্ঞাপন করল আমেরিকা৷ পাশাপাশি হোয়াইট হাউজের তরফে জানানো হয়, ভারত ও চিনের পরিস্থিতির দিকে নজর রাখছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন৷

জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ আমেরিকার

জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ আমেরিকার

এই বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র কেলি ম্যাকেনি বলেন, 'পূর্ব লাদাখে ভারত-চিন পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি৷ আমরা দেখেছি একটি বিবৃতি দিয়ে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, সংঘর্ষে ২০ জন জওয়ান মারা গেছেন৷ আমরা জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি৷'

মধ্যস্থতার বিষয়ে সরকারি পরিকল্পনা নেই

মধ্যস্থতার বিষয়ে সরকারি পরিকল্পনা নেই

অ্যামেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতা করবেন কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় কেলি ম্যাকেনির কাছে৷ জবাবে ম্যাকেনি বলেন, 'ওই বিষয়ে এখনও কোনও সরকারি পরিকল্পনা করা হয়নি৷'

শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আমেরিকা

শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আমেরিকা

যদিও বুধবারই এই বিষয়ে অ্যামেরিকা স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছিলেন, 'এলএসি-তে ভারত ও চিনের মধ্যে বর্তমান পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি৷ ভারত ও চিন উভয় দেশই উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চালাতে আগ্রহী৷ আমরাও এর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে৷'

গালওয়ানের সংঘর্ষে শহিদ ২০ ভারতীয়

গালওয়ানের সংঘর্ষে শহিদ ২০ ভারতীয়

সোমবার সন্ধ্যায় পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সৈন্যের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা৷ সেই সংঘর্ষে কর্নেল পদ মর্যাদার অফিসার সহ ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন৷ এদিকে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে এই ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন চিনা সেনার মৃত্যু ও গুরতর জখম হয়েছে৷ সংঘর্ষে চিনা সৈন্যের একজন কমান্ডিং অফিসারেরও মৃত্যু হয়েছে৷

<strong>লাদাখ ইস্যুতে উদ্বেগ প্রকাশ প্রণব মুখোপাধ্যায়ের! বিরোধী দলগুলিকে দিলেন কোন পরামর্শ? </strong>লাদাখ ইস্যুতে উদ্বেগ প্রকাশ প্রণব মুখোপাধ্যায়ের! বিরোধী দলগুলিকে দিলেন কোন পরামর্শ?

English summary
Donald Trump undecided on mediation between India and China after Galwan Valley face off, USA pays homage to martyred
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X