For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উহান থেকেই উৎপত্তি করোনা ভাইরাসের, প্রমাণ পেতেই চিনকে শায়েস্তার পথে ট্রাম্প

Google Oneindia Bengali News

করোনায় জর্জরিত আমেরিকায় এখন প্রতিদিন কয়েক গুণ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মাত্র ১৮ দিন আগেই করোনায় আক্রান্ত মার্কিনীদের সংখ্যা ছিল ৫ লক্ষ। আজ তা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে মোট করোনা-আক্রান্তের এক-তৃতীয়াংশই এখন মার্কিন মুলুকে। মারা গিয়েছেন ৬১ হাজারের বেশি।

করোনা এখন ট্রাম্পের কাছে নির্বাচনী হাতিয়ার

করোনা এখন ট্রাম্পের কাছে নির্বাচনী হাতিয়ার

এদিকে এই পরিস্থিতিতেও ডোনাল্ড ট্রাম্প যেন এই করোনা ভাইরাসের ইস্যুটাকে নভেম্বরে হতে চলা নির্বাচনের হাতিয়ার বানিয়ে ফেলেছেন। দুই দিন আগেই চিনকে তোপ দাগতে ট্রাম্প বলেছিলেন, 'গোড়াতেই করোনা বন্ধ বা শেষ না করতে পারাতেই বর্তমানে বিশ্বের ১৮৪টি দেশ নরকবাসে রয়েছে।' আর এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন তাঁর কাছে প্রমাণ আছে যে উহান থেকেই করোনা সংক্রমণ ছড়িয়েছে।

আমেরিকাতে করোনা ছড়াতেই চিনকে তোপ দাগেন ট্রাম্প

আমেরিকাতে করোনা ছড়াতেই চিনকে তোপ দাগেন ট্রাম্প

করোনা ভাইরাস আমেরিকাতে ছড়াতে শুরু করার সময় থেকেই জনসমক্ষে চিনকে একের পর এক আক্রমণ শানিয়েছেন ট্রাম্প। প্রথম থেকেই করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও পরোক্ষ আবার কখনও সরাসরি চিনকে দোষারোপ করেছেন এই সংক্রমক ব্যাধী ছড়ানোয়। করোনা নিয়ে চিনকে 'কঠিন পরিণতি'র হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন ট্রাম্প।

উহানের ভাইরলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা

উহানের ভাইরলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা

এদিন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'উহানের ভাইরলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস।' সাংবাদিক এই দাবির পিছনে কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, 'আমি প্রমাণ দেখেছি, তবে আপনাকে তা নিয়ে এখন বলতে পারব না।'

চিনকে শায়েস্তার পথে ট্রাম্প

চিনকে শায়েস্তার পথে ট্রাম্প

এদিকে এই কথা বলার পরই ট্রাম্প জানান, এই অবস্থায় চিনকে শায়েস্তা করতে বাণিজ্যিক পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা ভাবছে তাঁর প্রশাসন। বাণিজ্য যুদ্ধের অবসান ঘটিয়ে চুক্তিতে সই করলেও বর্তমান আবহে যে সেই চুক্তি সরে আসবে আমেরিকা, তা স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনায় জেরবার মার্কিন মুলুক

করোনায় জেরবার মার্কিন মুলুক

প্রথম থেকেই এই করোনা ভাইরাসকে 'চিনা ভাইরাস' বলে ডাকছিলেন ট্রাম্প। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-১৯ যে মারণ থাবা বসিয়েছে, তাতে আপাতত সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকাই। আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের। আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৩৫ হাজার। এখনও সেদেশে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ লক্ষ ৩৪ হাজার জন। যাদের মধ্যে ১৫ হাজার ৩০০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

English summary
Donald Trump to put tariffs on China after claiming to have seen proof of covid 19 emerging from Wuhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X