For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে যুদ্ধের মেজাজে ট্রাম্প! চিনের পর অন্য কোন দেশকে 'হুঁশিয়ারি' আমেরিকার

করোনার আবহে যুদ্ধের মেজাজে ট্রাম্প! চিনের পর অন্য কোন দেশকে 'হুঁশিয়ারি' আমেরিকার

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্র করোনার আবহে একের পর এক তোপ এতদিন ধরে দেগেছে চিনের দিকে। চিনের করোনা পরিসংখ্যান থেকে শুরু করে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে ট্রাম্প প্রশাসন বারবার চিনের দিকে আঙুল তুলেছে। এবার চিন নয় , ইরানকে ঘিরে চরম হুঁশিয়ারি শোনালেন ট্রাম্প।

করোনার আবহে যুদ্ধের মেজাজ!

করোনার আবহে যুদ্ধের মেজাজ!

এদিন এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌসেনাকে তিনি নির্দেশ দিয়েছেন যে, কোনও ইরানের 'গান বোট' যদি মার্কিন সেনাকে সমুদ্রে উত্যক্ত করে তাহলে সঙ্গে সঙ্গে সেই ইরানি নৌকাকে গুলি করে ধ্বংস করতে হবে। আর ট্রাম্পের এমন বার্তা ফের একবার পারদ চড়াচ্ছে।

উপসাগরে উত্তেজনা!

উপসাগরে উত্তেজনা!

করোনা নিয়ে সারা বিশ্ব যখন আতঙ্কে, তখন উপসাগরে মার্কিন সেনার নৌবহরকে ঘিরে ইরানের নৌসেনার ১১ টি ছোট ছোট নৌকা ঘিরে ধরে। নৌকাগুলি ছিল অস্ত্র সজ্জিত। আর এই ঘটনার একসপ্তাহের মধ্যেই ট্রাম্পের এই হুঙ্কার বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে।

ইরান -মার্কিন দ্বন্দ্ব

ইরান -মার্কিন দ্বন্দ্ব

চিনে যখন ধীরে ধীরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছিল, তখন ২০১৯ সালের শেষের দিকে মার্কিন-ইরান যুদ্ধের আবহ তুঙ্গে ওঠে। ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানিকে ড্রোন হামলায় হত্যা করে ট্রাম্পের সেনা। আর তারপর থেকেই দুই দেশের যুদ্ধের আবহ তুঙ্গে উঠে যায়।

ভূমধ্যসাগরেও চড়ছে পারদ

ভূমধ্যসাগরেও চড়ছে পারদ

এদিকে, ভূমধ্যসাগর এলাকায় মার্কিন নৌজাহাজের উপর রাশিয়ার যুদ্ধবিমান দেখতেই তাকে তাড়া করে মার্কিন এফ ১৬। দুই দেশের সেনার দাবি, ভূমধ্যসাগরে গুপ্তচর বৃত্তি করছিল অপর দেশ। আর এরইমধ্যে এসেছে ট্রাম্পের বর্তমান টুইট।

English summary
Donald Trump Threats to Iran says,Will Destroy Any Iranian Gunboats Harassing "Our Ships"
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X