For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাইল্যান্ডের রুদ্ধশ্বাস গুহা অভিযানের সাফল্যকে সাধুবাদ ট্রাম্প থেকে থেরেসা মে-র

প্রতিটা মুহূর্তে পথ চলা যতটা ঝুঁকিপূর্ণ , রাস্তা ততটাই ছিল দূর্গম। যাবতীয় বিপদ , বিপর্যয়কে মাথায় করে এগিয়ে গিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। উদ্ধার হয়েছে ১২ জন কিশোর ফুটবলার সহ তাদের কোচ।

  • |
Google Oneindia Bengali News

প্রতিটা মুহূর্তে পথ চলা যতটা ঝুঁকিপূর্ণ , রাস্তা ততটাই ছিল দূর্গম। যাবতীয় বিপদ , বিপর্যয়কে মাথায় করে এগিয়ে গিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। উদ্ধার হয়েছে ১২ জন কিশোর ফুটবলার সহ তাদের কোচ। আর এই উদ্ধার কাজের প্রতিটা মুহূর্তে উদ্ধারকারী দলের সাফল্যের প্রার্থনায় ছিল গোটা বিশ্ব। উদ্ধারের খবর আসার প্রহর গুনেছেন দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ। আর সেই প্রার্থনা কে সত্যি করে শেষমেশ উদ্ধার করা গিয়েছে সকলকে। আর এই ঘটনায় উচ্ছসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ব্রিটিশ প্রাইমমিনিস্টার থেরেসা মে।

ডোনাল্ড ট্রাম্পের বার্তা

থাইল্যান্ডের গুহা থেকে ১৩ জনেক উদ্ধারের ঘটনা অভিভূত মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। তিনি গোটা অভিযানকে সাধুবাদ জানা টুইট বার্তায়।

থেরেসা মের বার্তা

নিজের বার্তায় থাইল্যান্ডের উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানিয়েছেন থেরেসা মে। তাঁদের সাহসীকতাকে কুর্ণিশ জানান তিনি।

এলন মাস্ক

উচ্ছসিত প্রযুক্তি উদ্যোগপতি এলন মাস্ক। তাঁর সংস্থা এই উদ্ধার কাজের জন্য নতুন আকারের সাবমেরিন তৈরির পরিকল্পনায় ছিল। যদিও তার আগেই অভিযানে সাফল্য পেয়েছে থাই সেনা।

উচ্ছসিত টুইটার

থাই গুহা থেকে ১৩ তম ব্যক্তি উদ্ধারের খবর ছড়াতেই উচ্ছাসে ফেটে পড়ে টুইটার। উঠে আসে একের পর এক টুইট।

English summary
Donald Trump and Theresa May Reacts on Thailand Cave rescue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X