For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহাসিক পদক্ষেপ, উত্তর কোরিয়ায় কিমের সঙ্গে করলেন ডোনাল্ড ট্রাম্প

ঐতিহাসিক, বিরল থেকে বিরলতম। বিশেষণ যতই দেওয়া হোক কমই পড়বে এই ঘটনায়।

Google Oneindia Bengali News

ঐতিহাসিক, বিরল থেকে বিরলতম। বিশেষণ যতই দেওয়া হোক কমই পড়বে এই ঘটনায়। রবিবার কিম জং উনের সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়ায় পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন। ১৯৫০ থেকে ১৯৫৩ উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের পর থেকে কোনও মার্কিন প্রেসিডেন্ট এমুখো হননি। দিনে দিনে দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা একেবারে চরম পর্যায়ে পৌঁছেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সঙ্গে একের পর এক হুমকি আর আস্ফালনের আদান প্রদান হয়েছে।

ঐতিহাসিক পদক্ষেপ, উত্তর কোরিয়ায় কিমের সঙ্গে করলেন ডোনাল্ড ট্রাম্প

তবে গত এক-দু বছর ধরে প্রায় দু'বার মুখোমুখি হয়েছেন দুই নেতা। কিন্তু ট্রাম্পের এই উত্তর কোরিয়ায় পৌঁেছ যাওয়ার ঘটনা একেবারেই চমকে দিয়েছে আন্তর্জাতিক মহলকে। জাপানের ওশাকায় জি-২০ সামিটে যোগ দিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকালই সেই সামিট শেষ হয়। তারপরেই কোনও রকম আগাম কর্মসূচি না জানিয়েই ট্রাম্প রবিবার পৌঁছে যান উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। উত্তর কোরিয়ার অনিয়ন্ত্রিত জোন দিয়েই পিয়ংইয়ংয়ে প্রবেশ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে এগিয়ে যান কিম জং উনও। দুই রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গ করমর্দন করেন। দ্বিতীয়বার করমর্দনের আগেই ট্রাম্প বেশ কয়েক পা ঢুকে পড়েন উত্তর কোরিয়ার সীমার মধ্যে। কিমের সঙ্গে ছবিও তোলেন ট্রাম্প। তার পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-র সঙ্গেও কথা বলেন তাঁরা। সেখানে ট্রাম্প বলেছেন, 'অনেক কিছু ভাল হতে চলেছে এবার'
কিম-ট্রাম্প একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য মূলক বৈঠক সারেন। ট্রাম্পের এই ঐতিহাসিক পদক্ষেপকে উত্তর কোরিয়া কীভাবে নেবে সেটাই এখন দেখার।

English summary
Donald Trump stepped onto North Korean soil Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X