For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের টুঁটি চেপে ধরতে ভারতকে পাশে চাইছে আমেরিকা! মোদীকে নিয়ে বড়সড় দাবি ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

২ দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে চিনকে ঘিরে তাঁরা কিছু 'ইন্টেরেস্টিং' করতে চলেছেন। যা সপ্তাহের শেষেই দেখা যাবে। এরপর লাদাখে চিন-ভারত দ্বৈরথের আবহে বড়সড় বার্তা দিলেন ট্রাম্প।

'মোদী খুশি নন'

'মোদী খুশি নন'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে চৈনিক আস্ফালন নিয়ে। আর সেই আলোচনার পর ট্রাম্পের দাবি, নরেন্দ্র মোদী মোটেও 'খুশি নন' এই পরিস্থিতি নিয়ে।

মোদীকে পছন্দ ট্রাম্পের!

মোদীকে পছন্দ ট্রাম্পের!

চিন- ভারত দ্বন্দ্ব মেটানোর চেষ্টায় ট্রাম্প মধ্যস্থতার জন্য বারবার জোর দিয়েছেন ট্রাম্প। এদিন হোয়াইট হাউসে সেই প্রসঙ্গের উত্তর দিতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমার তোমাদের (ভারতের) প্রধানমন্ত্রীকে খুব ভালো লাগে। খুব ভদ্র মানুষ উনি।'

 ট্রাম্পের বার্তা

ট্রাম্পের বার্তা

' খুব বড় সংঘাত.. ভারত ও চিনের। দুটি দেশে ১.৪ বিলিয়ন মানুষ রয়েছে (প্রত্যেকটিতে)। দুটি দেশের খুব শক্তিশালি সেনা রয়েছে। ভারত খুশি নয়, সম্ভবত চিনও খুশি নয়।' এমন বার্তা দেওয়ার পরই ট্রাম্প বলেছেন, ' আমি বলতে পারি, আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। উনি খুব একটা ভালো মেজাজে নেই .. চিনের যা হচ্ছে তা নিয়ে। '

 লাদাখ পরিস্থিতি ও চিন-ভারত বার্তা

লাদাখ পরিস্থিতি ও চিন-ভারত বার্তা

লাদাখের বুকে চিনের আস্ফালন করোনার প্রবল আতঙ্কের মাঝেও বাগ মানেনি। তবে ওই সীমান্তে উত্তেজনার মাত্রা বেড়ে যাওয়া র পরই চিন গলা নামিয়ে নেয়। জানিয়ে দেয় যে পরিস্থিতির জটিলতা শান্তি পূর্ণভাবে সমাধান করা যাবে ভারতের সঙ্গে। এদিকে, চিন ভারত দ্বন্দ্বের মাঝে বারবার মধ্যস্থতার বার্তা দিয়ে যাচ্ছে আমেরিকা। এমন পরিস্থিতিতে কূটনীতির অঙ্ক কোনপথে যায় , সেদিকে নজর গোটা বিশ্বের।

বাড়ছে করোনা সংক্রমণ, দেশে জারি হচ্ছে লকডাউন ৫.০? বৈঠকে নরেন্দ্র মোদী-অমিত শাহবাড়ছে করোনা সংক্রমণ, দেশে জারি হচ্ছে লকডাউন ৫.০? বৈঠকে নরেন্দ্র মোদী-অমিত শাহ

{quiz_121}

English summary
Donald Trump says, PM Modi not in ‘good mood’ over Ladakh standoff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X