For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাফল্য মোদী সরকারের! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের

Google Oneindia Bengali News

২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন এই সফরে ভারতের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তিতে যাবে না আমেরিকা। তবে ভারতে আসার আগেই ফের এই বিষয়ে আশার আলো দেখালেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে দুই দেশের মধ্যে একটি ভালো বাণিজ্য চুক্তি হতে পারে।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন ট্রাম্প

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন ট্রাম্প

দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়ে জানান যে তিনি যদি একটা ভালো চুক্তি না করতে পারেন তবে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যাবতীয় উৎসাহ কমে যেতে পারে। তাই এই চুক্তি নিয়ে ভাবতেই হবে। পাশাপাশি তিনি বলে, 'সম্ভবত আমরা ধীরে চলার নীতি নিয়েই আপাতত পদক্ষেপ করবো। নির্বাচনের পরে আমরা এই চুক্তিটি করবো। আমি মনে করি সেই সময়েই এই চুক্তি করা ভাল। তবে এই ভারত সফরেও কিছু হতে পারে। তাই, আমরা কী করব তা ভেবে দেখছি।'

বাণিজ্য চুক্তি নিয়ে ধীর গতিতে এগোনোর বার্তা ট্রাম্পের

বাণিজ্য চুক্তি নিয়ে ধীর গতিতে এগোনোর বার্তা ট্রাম্পের

ট্রাম্প বলেন, 'আমরা কেবল তখনই চুক্তি করবো যখন আমরা দেখব যে এটা আমাদের পক্ষে ভালো। আমেরিকা বেশ কিছু সুবিধা পাচ্ছে, এমনটা দেখলেই আমরা অগ্রসর হব। কারণ আমরা প্রথমে আমেরিকার কথাই ভাবব। মানুষ এটা পছন্দ করুক বা না করুক আমরা আমেরিকার স্বার্থই সবার আগে রাখব।'

বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

এর আগে ট্রাম্প যখন জানিয়েছিলেন যে ভারত সফরে বাণিজ্য চুক্তি করবেন না তিনি। এরপরই কেন্দ্রের তরফে জানানো হয় ভারতও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে মরিয়া হয়ে ওঠেনি। ভারতেরও কোনও তাড়াহুড়ো নেই। ভারত দুই দেশের পক্ষেই লাভ জনক চুক্তিতে আগ্রহী। প্রসঙ্গত উল্লেখ্য একাধিক মার্কিন পণ্যের আমদানিতে ভারত চড়া শুল্ক আরোপ করেছিল। এই নিয়ে ট্রাম্প অসন্তোষও প্রকাশ করেছিলেন।

এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকাকে চাপ দেবে ভারত

এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকাকে চাপ দেবে ভারত

এদিকে জানা গিয়েছে, ট্রাম্পের ভারত সফর চলাকালীন জঙ্গি দমনে পারস্পরিক সহযোগিতা, ভারত-প্রশান্ত মহাসাগর এলাকায় যৌথ নজরদারি, প্রতিরক্ষা খাতে আলোচনা, বাণিজ্য বিষয়ক আলোচনা ও এইচ ১বি ভিসা নিয়ে আলোচনা হবে। এই বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশদে বিবরণ দেন বিদেশ সচিব রবিশ কুমার। সূত্রের খবর বিশেষ করে এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকাকে চাপ দেওয়ার পথে হাঁটতে পারে ভারত।

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় 'হাউডি মোদী'‌র অনুকরণেই ভারতে 'নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানটি হবে।

English summary
Donald trump said that he might make a tremendous trad deal with india during visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X