For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-মার্কিন দ্বন্দ্বের আবহে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে আলোচনা ট্রাম্পের অফিসে! তুঙ্গে পারদ

চিন-মার্কিন দ্বন্দ্বের আবহে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে আলোচনা ট্রাম্পের অফিসে! তুঙ্গে পারদ

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে চিনের সঙ্গে ক্রমাগত সম্পর্কের চড়াই উতরাই শুরু হয়ে গিয়েছে আমেরিকার। শুধু চিন নয়, রাশিয়াও আমেরিকার চক্ষুশূলের পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে ক্রমেই করোনার আবহে আমেরিকার প্রশাসনিক গোপন কক্ষে আলোচিত হল নিউক্লিয়ার টেস্টের কথা।

 নিউক্লিয়ার টেস্টিং

নিউক্লিয়ার টেস্টিং

১৯৯২ সালে শেষবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দূর্গ ওয়াশিংটনে নিউক্লিয়ার টেস্টিং এর কথা আলোচিত হয়েছে বলে খবর। বিশেষজ্ঞদের মতে করোনা পরিস্থিতির মধ্যে এই আলোচনা বিশ্বের দরবারে প্রভূত ক্ষতিসাধন ডেকে আনবে বলে জানা গিয়েছে।

কবে থেকে চলছে আলোচনা?

কবে থেকে চলছে আলোচনা?

গত ১৫ মে থেকে চলছে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে এই আলোচনা। জানা গিয়েছে ট্রাম্প প্রশাসনের দুই নামী কর্তা এই আলোচনায় রয়েছেন। মূলত , চিন ও রাশিয়া যখন করোনার আবহে ট্রাম্প প্রশাসনের কুনজরে, তখন এমন আলোচনা অনেককেই উদ্বেগে রেখেছে।

 রাশিয়া ও চিন কী ভাবছে?

রাশিয়া ও চিন কী ভাবছে?

ট্রাম্প প্রশাসনের কাছে খবর রয়েছে যে রাশিয়া ও চিন গোপনে একটি 'টেস্টিং' ঘিরে যোগসাজস করছে। বিশেষজ্ঞদের মতে, নিউক্লিয়ার অস্ত্র নিয়ে যেভাবে ৩ টি দেশ আগ্রাসন দেখাচ্ছে, তাতে গোটা বিশ্বের সর্বনাশ হওয়ার পরিস্থিতি আসতে পারে। ফলে এবিষয়ে রাষ্ট্রসংঘকে কড়া পদক্ষেপ নিতে হবে।

নির্বাচন ও ট্রাম্প

নির্বাচন ও ট্রাম্প

যেভাবে করোনা ভাইরাসে গোটা আমেরিকা ধরাশায়ী, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হালে পানি পেতে চাইছেন ট্রাম্প। আর সেই জন্যই এমন আলোচনা মার্কিন প্রশাসনের মূল দরবারে শুরু হয়েছে বলে খবর।

মমতার মন্ত্রীদের পকেটে যাবে হাজার কোটি! বিজেপি নেতা-কর্মীদের গুরুদায়িত্ব দিলেন লকেট মমতার মন্ত্রীদের পকেটে যাবে হাজার কোটি! বিজেপি নেতা-কর্মীদের গুরুদায়িত্ব দিলেন লকেট

English summary
Donald Trump's office discusses Nuclear test a first after 1992
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X