For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় মিশিগানের গভর্নরকে অপহরণের ষড়যন্ত্রে এবার নাম জড়াল ট্রাম্পের!

Google Oneindia Bengali News

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গভর্নর গ্রেচেন উইটমারকে অপহরণ করার ষড়যন্ত্রের অভিযোগে ১৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অ্যাডাম ফক্স, বেরি কফ্ট, টাই গারভিন, কালিব ফ্র্যাঙ্ক, ড্যানিয়েল হ্যারিস, বেন্ডন কাসেরটা, পল বেলার, শ্যন ফিক্স, এরিক মলিটর, মাইকেল ন্যূল, উইলিয়াম ন্যূল, পিট মুসিকো ও জোসেফ মরিসন।

অপহরণের সঙ্গে নাম জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

অপহরণের সঙ্গে নাম জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

এদিকে এই অপহরণের সঙ্গে নাম জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গভর্নর গ্রেচেন উইটমার এই ষড়যন্ত্রের নেপথ্যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারকদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। এদিকে সেরাজ্যের অ্যাটর্নী জেনারেল ডানা নাসেল জানান, কিছু গোষ্ঠী ও ব্যক্তি আঞ্চলিক সন্ত্রাসবাদে জড়িত আছে।

নেতৃত্বকে শনাক্ত করেছে এফবিআই

নেতৃত্বকে শনাক্ত করেছে এফবিআই

এফবিআই ও রাজ্য এজেন্টরা এদের নেতৃত্বকেও শনাক্ত করতে পেরেছেন। তারা অফিস ফেডারেল অ্যাজেন্সিগুলোর সাথে কাজ করছে। এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়ছে। গভর্নরের নিরাপত্তার বিষয় সর্বোচ্চ গুরত্ব দেয়া হয়েছে এবং সকল তথ্য উপাত্ত সময়ে সময়ে গভর্নর কে অবহিত করা হচ্ছে।

উলভারিন ওয়াচ

উলভারিন ওয়াচ

জানা গিয়েছে, ধৃতরা উলভারিন ওয়াচ নামের চরমপন্থী একটি গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠী গত এপ্রিলে কোভিড-১৯ মোকাবিলায় গভর্নরের লক ডাউন বাড়ানোর প্রতিবাদ জানাতে প্রকাশ্যে মারাত্মক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে রাজ্যের রাজধানী ল্যান্সিং এ হাজির হয়েছিল।

English summary
Donald Trump's Campaign accused of being behind Michigan's Governor's Kidnapping plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X