For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় না দিলেও ভারতে বিপুল পরিমাণ কর জমা পড়েছে ট্রাম্পের পকেট থেকে!

Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ ও ২০১৭ সালে মাত্র ৭৫০ আমেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন। এমনই দাবি করা হয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের রবিবারের কাগজে প্রকাশ পাওয়া একটি রিপোর্টে৷ ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প। জয়লাভ করেন। আর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছর ২০১৭ সাল৷

১০ বছর কোনও ফেডেরাল আয়কর দেননি ট্রাম্প

১০ বছর কোনও ফেডেরাল আয়কর দেননি ট্রাম্প

ওই রিপোর্টে প্রকাশ পাওয়া তথ্য অনুসারে, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি নিজের আয়কর প্রদানের তথ্যে গোপনীয়তা রক্ষা করেছেন৷ ১৫ বছরের মধ্যে ১০ বছর তিনি কোনও ফেডেরাল আয়কর দেননি৷ যদিও হোয়াইট হাউজে একটি সাংবাদিক বৈঠকে এই রিপোর্টকে ফেক নিউজ বলে দাবি করেন ট্রাম্প৷

 ট্রাম্প বলেন, এটা পুরোপুরি ভুয়ো খবর

ট্রাম্প বলেন, এটা পুরোপুরি ভুয়ো খবর

এই বিষয়ে ট্রাম্প বলেন, এটা পুরোপুরি ভুয়ো খবর। তিনি সমস্ত আয়কর প্রদান করেছেন৷ যদিও সেবিষয়ে তিনি কোনও নির্দিষ্ট বিবরণ দেননি৷ দুই দশকেরও বেশি সময় ধরে প্রাপ্ত ট্যাক্স রিটানের এই তথ্য, মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্ক চলাকালীন এবং ডেমোক্র্যাট জো বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কয়েক সপ্তাহ আগে প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

ভারতে ১৪৫৪০০ ডলার কর ভরেছিল তাঁর সংস্থা

ভারতে ১৪৫৪০০ ডলার কর ভরেছিল তাঁর সংস্থা

অন্যদিকে ১৪৫৪০০ ডলার ভারতে কর ভরেছিল তাঁর সংস্থা। পানামা ও ফিলিপিন্সেও অনেক টাকা কর দিয়েছিল তাঁর সংস্থা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম দুই বছরে ভারত থেকে ২৩ লাখ ডলার রোজগার হয়ে ট্রাম্পের। তবে অধিকাংশ অর্থ ডোনাল্ড ট্রাম্প আয় করেছেন তাঁর স্কটল্যান্ড ও আয়ার্ল্যান্ডের রিয়েল এস্টেট থেকে।

ট্রাম্পের প্রতিশ্রুতি

ট্রাম্পের প্রতিশ্রুতি

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর আয়কর সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করবেন৷ কিন্তু তার জন্য কোনও সময়সীমা উল্লেখ করেননি৷ এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৬ সালে৷ নির্বাচনের প্রচার চলাকালীন৷ যা তিনি পূরণ করেননি বলে অভিযোগ৷ এমনকী যাঁরা ট্রাম্পের আয়কর রিটার্নসের তথ্য জানার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছেন তিনি৷

কয়েক মিলিয়ন ব্যক্তিগত কর সরকারকে দিয়েছেন ট্রাম্প

কয়েক মিলিয়ন ব্যক্তিগত কর সরকারকে দিয়েছেন ট্রাম্প

ট্রাম্পের সংগঠনের মুখপাত্র ও একজন আইনজীবী অ্যালেন গ্র্যাটেন এই রিপোর্ট নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি৷ যদিও পরে গ্র্যাটেন জানিয়েছেন, ২০১৫ সালে প্রার্থী পদ ঘোষণার পর থেকে কয়েক মিলিয়ন ব্যক্তিগত কর সরকারকে প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প৷

English summary
Donald Trump's business paid 145,400 dollars taxes in India while he paid just 750 in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X