For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাগদাদে মার্কিনি এয়ারস্ট্রাইকে হত্যা ইরানের জেনারেল সুলেমানির! নেপথ্যে ট্রাম্পের কোন নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যা ঘিরে রীতিমতো তোলপাড় বিশ্ব রাজনীতি। জানা গিয়েছে বাদগাদের বিমানবন্দরে মার্কিনি হানায় সুলেমানির মৃত্যু হয়েছে। আর এর নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক গোপন নির্দেশ। এমনই দাবি করেছে বেশ কয়েকটি রিপোর্ট।

 মার্কিনী হানায় কাদের মৃত্যু?

মার্কিনী হানায় কাদের মৃত্যু?

কুদস ফোর্সের সুলেমানি ছাড়া ও সেখানে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজিং ফোর্সের নেতা আবু মাহাদিরও মৃত্যু হয়েছে মার্কিনি হানায়। বাগদাদেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এমন হানার জেরে মার্কিনী সেনার চরম সমালোচনায় নেমেছে পপুলার মোবিলাইজিং ফোর্স। এই হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের।

 কিভাবে মৃত্যু হয়েছে দুই ইরান সমর্থিত ফোর্সের নেতার?

কিভাবে মৃত্যু হয়েছে দুই ইরান সমর্থিত ফোর্সের নেতার?

জানা গিয়েছে, বাগদাদ বিমানবন্দরে কাশেম সুলেমানির আসবার কথা ছিল। আর তাঁকে সাদরে গ্রহণ করতে পপুলার মোবিলাইজিং ফোর্সের নেতা আবু মাহাদি বিমানবন্দরে পৌঁছে যান। আর দুই ইরান সমর্থিত ফোর্সের নেতা এক জোট হতেই মার্কিনী সেনা হামলা চালায় বাগদাদ বিমাবন্দরে। সেখানেই দুই তাবড় সেনাপ্রধানের মৃত্যু হয়।

নেপথ্যে ট্রাম্পের নির্দেশ

নেপথ্যে ট্রাম্পের নির্দেশ

একটি রিপোর্ট আনুযায়ী , মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। মার্কিনি প্রতিরক্ষা সূত্রের দাবি, সোলেমানির কুদস ফোর্স হাজার হাজার মার্কিনীদের হত্যার জন্য দায়ী ছিল। আর তারা জেরেই মার্কিন প্রেসিডেন্ট এমন নির্দেশ দেন বলে খবর।

English summary
Donald Trump ordered ‘killing’ of Iran Guards commander Qasem Soleimani says report .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X