For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বুকে সন্ত্রাসের ঘাঁটি ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইক! সম্ভাবনা উস্কে দিল মার্কিন প্রশাসন

পাকিস্তনের মাটিতে গড়ে ওঠা জঙ্গি শিবিরগুলিকে গুঁড়িয়ে দিতে এবার কোমর বেঁধে নামার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তত এমনই ইঙ্গিত দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তনের মাটিতে গড়ে ওঠা জঙ্গি শিবিরগুলিকে গুঁড়িয়ে দিতে এবার কোমর বেঁধে নামার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তত এমনই ইঙ্গিত দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে পাকিস্তানের প্রতি, বিশ্বের অন্যতম শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব যে কতটা কড়া তা বোঝাই যাচ্ছে।

মার্কিন প্রশাসনরে তরফে যা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে যে কোনও মুহুর্তে পাকিস্তানে ড্রোন হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক এমনি ইঙ্গিত দিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানকে মোক্ষম শাস্তি দিতেই এই ধরনের পদক্ষেপ বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।

পাকিস্তানের বুকে সন্ত্রাসের ঘাঁটি ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইক! সম্ভাবনা উস্কে দিল মার্কিন প্রশাসন

পাকিস্তানের মাটিতে আকাশপথে হানার পরিকল্পনাও মার্কিন যুক্তরাষ্ট্র নিতে চলেছে বলে খবর। সেক্ষেত্রে পাকিস্তানেকে দেওয়া মার্কিন অনুদানের পরিমাণও কমানোর দিকে এগোনো হচ্ছে। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের শিবির ভেঙে দেওয়ার জন্য প্রচুর উদ্যোগ নেওয়া হয়। তবে তা কার্যকরি হয়নি বলে এবার হয়তো আরও কঠিন পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন।

এদিকে, চিন ক্রমাগত পাকিস্তানের ঘনিষ্ঠ দেশ হিসাবে উঠে আসায় , পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তানকে দেওয়া অনুদানের টাকাও কম করার কথা ভাবছে তারা। উল্লেখ্য, চিন এর মধ্যেই ৬০ বিলিয়ন ডলার পাকিস্তানকে অনুদান দেওয়ার ঘোষণা করেছে। তবে এই পরিস্থিতিতে কোন কূটনৈতিক পথে হেঁটে মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণ শানাবে বিশ্বের নজর এখন সেদিকেই।

English summary
President Donald Trump's administration appears ready to harden its approach toward Pakistan to crack down on Pakistan-based militants+ launching attacks in neighboring Afghanistan, US officials told news agency Reuters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X