For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে ঝটিকা সফরে ট্রাম্প, মার্কিন সেনাদের পরিবেশন করলেন টার্কি

আফগানিস্তানে ঝটিকা সফরে ট্রাম্প, মার্কিন সেনাদের পরিবেশন করলেন টার্কি

Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি করেন তা বোঝা বড় মুশকিল। বৃহস্পতিবার তিনি আচমকাই হাজির হয়ে যান আফগানিস্তানে। তাও আবার ঘোষণা না করেই। আসলে বৃহস্পতিবার ছিল থ্যাঙ্কসগিভিং হলিডে। আর সেই দিনটি তিনি বাগরাম এয়ারবেসের মার্কিন সেনাদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে অবস্থিত এই বাগরাম এয়ারবেস।

আফগানিস্তানে ঝটিকা সফরে ট্রাম্প, মার্কিন সেনাদের পরিবেশন করলেন টার্কি


সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার পর ডোনাল্ড ট্রাম্প আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন। ট্রাম্পের আড়াই ঘণ্টার সফরে তিনি সেনাদের ক্যাফেটেরিয়াতে টার্কি পরিবেশন করেন, সেনাদের সঙ্গে ছবি তোলেন এবং সেনাদের উদ্দেশ্যে বক্তব্য করেন। ট্রাম্প সেনাদেরকে থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা জানান। তিনি ডাইনিং হলে প্রায় ৫০০ জন মার্কিন সেনার উদ্দেশ্যে বলেন, '‌আমি আপনাদের সঙ্গে পরে কথা বলব, কিন্তু এখন আমি কিছু টার্কি পরিবেশন করতে চাই।’‌ তিনি আরও বলেন, '‌আমি আপনাদের সঙ্গে ছোট্ট এই মধ্যাহ্নভোজে যোগ দিতে চাই। আমি আপনাদের মধ্যে কিছুজনের সঙ্গে করমর্দনও করব।’‌ ১৩ হাজার মার্কিনি সেনা রয়েছে আফগানিস্তানে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আফগানিস্তানে হামলার পর মার্কিন সেনাদের এখানে মোতায়েন করা হয়। গত ১৮ বছর ধরে মার্কিন সেনারা এই দেশেই রয়েছেন।

এ বছরের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তালিবান বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি করেছে যে দেশের শান্তি ফিরিয়ে দিতে আমেরিকা সেনা প্রত্যাহার করে নেবে এবং আফগানিস্তানবাসীকে সুরক্ষার আশ্বাস দিয়েছে। কিন্তু মার্কিনী সেনাকে হত্যা করার পর ট্রাম্প সেপ্টেম্বরে সকলকে বিস্মিত করে একটি পদক্ষেপ নেন। তিনি বছরভর চলা আলোচনাকে মৃত বলে ঘোষণা করেন এবং ওয়াশিংটনে বিদ্রোহীদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। ট্রাম্প আফগানিস্তানে ল্যান্ড করার কিছুক্ষণ আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ঘানিকে তাঁর সফরের খবর জানানো হয়। প্রেসিডেন্ট ঘানিও আফগান সেনাদের থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা জানান। গত বছর ক্রিসমাসের পর ট্রাম্প ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

অত্যধিক সোশ্যাল মিডিয়ার ব্যবহার কতটা মারাত্মক? কী বলছে গবেষণাঅত্যধিক সোশ্যাল মিডিয়ার ব্যবহার কতটা মারাত্মক? কী বলছে গবেষণা

English summary
donald trump makes surprise visit in afganistan served turkey to us troops
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X