For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯/১১-এর স্মৃতি বুকে নিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে ফাঁস আরও আঁটোসাঁটো ট্রাম্প সরকারের! গৃহিত বড় পদক্ষেপ

সন্ত্রাসবাদ রুখতে বড় পদক্ষেপ ট্রাম্প সরকারের

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদ নিয়ে এবার আরও খানিকটা ফাঁস কষিয়ে নিল মার্কিন প্রশাসন। ৯/১১ এর বীভৎস জঙ্গি হামলার স্মৃতি বুকে নিয়ে এবার ট্রাম্প প্রশাসন সন্ত্রাসবাদ নিয়ে কার্যত কোমর বেঁধে নেমে পড়ল। হোয়াইট হাউসের তরফে সাংবাদিকদের এই নতুন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও।

ট্রাম্পের পদক্ষেপ সন্ত্রাসবাদ নিয়ে

ট্রাম্পের পদক্ষেপ সন্ত্রাসবাদ নিয়ে

মাইক পম্পেও জানিয়েছেন, মার্কিন সরকার সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন এক নির্দেশ দিয়েছে। তিনি জানিয়েছেন, ৯/১১ এর ঘটনার পর তৎকালীন প্রেসিডেন্ট ডর্ড ডাব্লুউ বুশ একটি নির্দেশ পত্র জারি করেন। যে নির্দেশের সঙ্গে যুক্ত হয়েছে যে, রাষ্ট্রের ট্রেজারি বিভাগ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত যেকোনও অর্থনৈতিক লেনদেনকে ও সেই সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের নিশান করতে পারবে।

 ট্রাম্প সরকার কী চাইছে সন্ত্রাসবাদ রুখতে?

ট্রাম্প সরকার কী চাইছে সন্ত্রাসবাদ রুখতে?

মূলত, ট্রাম্প সরকার চাইছে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত যেকোনও অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে। এছাড়াও সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের পাকড়াও করা, তাদের আর্থিক মদদাতাদের ধরে ফেলা, সমস্ত কিছুকেই ট্রাম্প সরকার বাগে আনতে চাইছে।

 পম্পেও যা জানিয়েছেন

পম্পেও যা জানিয়েছেন

মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও জানিয়েছেন, যে সমস্ত আর্থিক ক্ষেত্র সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কাজ করবে তাদের এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া নজরে পড়তে হবে। একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হবে সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের ওপর।

 ১১ টি জঙ্গি সংগঠনকে নিশানা মার্কিন সরকারের

১১ টি জঙ্গি সংগঠনকে নিশানা মার্কিন সরকারের

ট্রাম্প সরকারের তরফে , বিশ্বের ১১ টি কুখ্যাত সংগঠনকে নিশানা করা হয়েছে। আইএসাইএস, কুদস ফোর্সের মতো জঙ্গি সংগঠনের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত এক ডজনেরও বেশি আর্থিক প্রতিষ্ঠানও মার্কিন মুলুকের নজরদারিতে থাকছে।

English summary
9/11 Anniversary:Donald Trump Issues Revied order to counter Terrorism .Today's executive order by President Trump adds further muscle to US counterterrorism efforts," Secretary of State Mike Pompeo said during a briefing to reporters at the White House.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X