For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুলেমানিকে কিভাবে , কেন হত্যা করা হল! নাটকীয় ব্যাখ্যা দিলেন ট্রাম্প

সুলেমানিকে কিভাবে , কেন হত্যা করা হল! নাটকীয় ব্যাখ্যা দিলেন ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

কিভাবে ধীরে ধীরে বাগদাদের বুকে ইরানের প্রাক্তন সেনা প্রধান কাশেম সুলেমানিকে মার্কিন ড্রোন তাক করে এগিয়ে যাচ্ছিল , তার প্রতি মিনিটের নাটকীয় ব্যখ্যা দিলেন ট্রাম্প। একটি ফান্ড রাইজিং সভায় যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট মুখ খুললেন ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানির মৃত্যুর ধরণ ও মৃত্যুর কারণ নিয়ে। গোটা ঘটনা উঠে এসেছে সিএনএন এর একটি রেকর্ডিং এ।

সুলেমানির মৃত্যুর নাটকীয় ব্যাখ্যা দিলেন ট্রাম্প

সুলেমানির মৃত্যুর নাটকীয় ব্যাখ্যা দিলেন ট্রাম্প

'স্যার আপনি যেমনটা জানেন, ক্যামেরা নজর রাখছে আকাশ থেকে। .. ওঁরা একসঙ্গে রয়েছে স্য়ার। .. স্যার ওঁদের কাছে দুই মিনিট ও ১১ সেকেন্ড রয়েছে। .. স্যার ওঁরা একইসঙ্গে সশস্ত্র গাড়িতে রয়েছেন। স্যার ওঁদের কাছে আর মাত্র ১ মিনিট রয়েছে বাঁচবার জন্য। ৩০ সেকেন্ড.. দশ, নয়.. আট.. তারপর বিস্ফোরণ। .. তাঁরা আর নেই স্যার। ' বাগদাাদে সুলেমানিকে হত্যার সময় মার্কিন সেনার তরফে ট্রাম্পের কাছে এই বার্তাই এসেছিল। আর সেই বার্তার নাটকীয় বিবরণ নিজেই এভাবে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 কেন সুলেমানিকে হত্যা করা হল?

কেন সুলেমানিকে হত্যা করা হল?

'সুলেমানিকে হত্যা যথোপোযুক্ত হয়েছে।' এমন দাবি ট্রাম্প আগেও করেছেন। তবে এবার তিনি জানিয়ে দিলেন যে কেন তিনি সুলেমানিকে নিশানায় রেখে হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা সম্পর্কে খারাপ প্রচার করছিলেন সুলেমানি। আমেরিকা ইরানকে আক্রমণ করতে পারে এমন তথ্য সুলেমানি প্রচার করতে শুরু করেন বলে জানতে পারে মার্কিন গোয়েন্দারা আর সেটাই 'কাল' হয়ে ওঠে সুলেমানির জন্য।

সুলেমানির মৃত্যু ও ইরান

সুলেমানির মৃত্যু ও ইরান

এর আগে, ইরানের সেনা প্রধানের মৃত্যুতে ফুঁসে ওঠে মধ্যপ্রাচ্যের অন্যতম তৈলভাণ্ডারের দেশ ইরান। সুলেমানির মৃত্যুর পরই, ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল দাগে ইরান। সেটিকে 'মার্কিনি দের গালে থাপ্পড়' বলে ব্যাখ্যা করে ইরান জানায় ঘটনায় ' ৮০ জন মার্কিনি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।'

সংসদে পাশ হওয়া আইন অমান্য করতে পারে না রাজ্যগুলি, মন্তব্য কংগ্রেস নেতা সিব্বলেরসংসদে পাশ হওয়া আইন অমান্য করতে পারে না রাজ্যগুলি, মন্তব্য কংগ্রেস নেতা সিব্বলের

English summary
Donald Trump gives dramatic account of Soleimani's death.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X