For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে কারচুপি! বাইডেনকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার হুঙ্কার

ভোটে কারচুপি! বাইডেনকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার হুঙ্কার

Google Oneindia Bengali News

হার নিশ্চিত জেনেই ঘা খাওয়া সিংয়ের মতোই গর্জে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন একাধিক জায়গায় ভোটিংয়ের কারচুপি করেছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও হোয়াইট হাউস দখলের দৌড়ে ম্যাজিক ফিগার ২৭০-র খুব কাছাকাছিই রয়েছেন বাইডেন। ট্রাম্প কিছুতেই এই পরাজয় মেনে নিতে পারছেন না।

ভোটে কারচুপি! বাইডেনকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

নেভাদায় এখনও চলছে ভোট গণনা। তারই মাঝে ট্রাম্পের একের পর এক বিস্ফোরক টুইট আসতে শুরু করেছে। বাইডেন যত এগোচ্ছেন তত মেজাজ হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটে গণনা বন্ধ করার কথা লিখেছেন তিনি আবার একবার টুইটে ট্রাম্প লিখেছেন নির্বাচনের পরের দিন কোনও ভোটদান হলে সেটা গণনা করা উচিত নয়। এরকম একের পর এক টুইট করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।

পেন্সিলভেনিয়া এবং মিশিগান নিয়ে উদ্বেেগ রয়েছে দুই শিবির। এক কথায় বলা চলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যদিও দুই প্রার্থীর মধ্যে ব্যবধান তেমন বেশি নেই। তবু এক ভোটের হলেও জয়টা জয় বলেই গন্য হবে। বিশেষ করে নির্বাতচ যখন মার্কিন প্রেসিডেন্ট পদে। নাভাডায় ভোট গণনায় কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এই কেন্দ্রে ১২,০০০ ভোেট এগিয়ে রয়েছেন বাইডেন। এখনও বাকি পেন্সিলভেনিয়া। প্রেসিেডন্ট প্রার্থী নির্বাচনে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মার্কিনিদের।

English summary
Donald Trump claimed voting fraud in 2020 USA presidential election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X