For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চিনের প্রচারযন্ত্রে পরিণত হয়েছে হু', কী কারণে ফের রেগে গেলেন ট্রাম্পের?

Google Oneindia Bengali News

প্রথম থেকেই করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও পরোক্ষ আবার কখনও সরাসরি চিনকে দোষারোপ করেছেন এই সংক্রমক ব্যাধি ছড়ানোয়। ইউরোপের দেশগুলোও ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করছিল।

করোনায় জেরবার গোটা বিশ্ব

করোনায় জেরবার গোটা বিশ্ব

গত বছর ডিসেম্বরে চিনের উহানে দেখা দেয় করোনা ভাইরাস। এরপর ক্রমেই তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ইতমিধ্যেই প্রায় ২৬ লক্ষ ছাড়িয়েছে। এরমধ্যে এক লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার জেরে খাদের কিনারায় ঝুলে রয়েছে অর্থনীতি।

করোনা নিয়ে নতুন রিপোর্ট পেশ হু-এর

করোনা নিয়ে নতুন রিপোর্ট পেশ হু-এর

তবে এরই মধ্য়ে ফের চিনের দাবির সমর্থনে বক্তব্য রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফ থেকে জানানো হল, কোনও ল্যাব থেকে নয়, বাদুড় থেকেই ছড়িয়েছে এই করোনা ভাইরাস। হু বলছে, এখনও পর্যন্ত যা প্রমাণ আছে তা অনুযায়ী বাদুড় থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলে জা যাচ্ছে। কোনও ল্যাবে এই ভাইরাস তৈরি করা হয়নি।

করোনা নিয়ে ট্রাম্পের দাবি

করোনা নিয়ে ট্রাম্পের দাবি

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন বাদুড় থেকে ছড়ায়নি নভেল করোনা ভাইরাস। তবে হু এভাবে ফের একবার আমেরিকার অভিযোগ উড়িয়ে দেওয়াতে বেজায় খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই ক্রোধ থেকেই ট্রাম্প এবার বললেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন চিনের প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। হু এই দুর্যোগের সময় সব বিশ্বাসযোগ্যতা হাড়িয়ে ফেলেছে।'

ট্রাম্প-হু তরজা

ট্রাম্প-হু তরজা

ট্রাম্প-হু তরজা চলছে বেশ কয়েকদিন ধরেই। এরই মধ্যে কয়েকদিন আগেই হু-কে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে আমেরিকার ট্রাম্প প্রশাসন। তবে এরপরও শান্ত হননি ট্রাম্প। ক্রমাগত আক্রমণ করেই গিয়েছেন হু-কে। আর হু-এর নতুন রিপোর্টের পর ফের একবার সেই আক্রমণেরই পুনরাবৃত্তি ঘটল।

English summary
donald trump attacked who saying that they have become chinese tool to spread propaganda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X