ঠিকানায় বদল মার্কিন প্রেসিডেন্টের, ট্রাম্পের টুইটে নিউইয়র্কের স্থান পেল শুধু হৃদয়ে
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর স্থায়ী বাসস্থান পরিবর্তন করছেন। তিনি ঘোষণা করেছেন, নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে নিজের স্থায়ী বাসস্থান পরিবর্তন করছেন। মার্কিন রাষ্ট্রপতি টুইট করেছেন, আমার পরিবার এবং আমি ফ্লোরিডার পাম বিচে আমাদের স্থায়ী আবাস তৈরি করব। নিজের শহরে অত্যন্ত খারাপ আচরণের ফলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমি নিউইয়র্ক এবং নিউইয়র্কের জনগণের প্রতি কৃতজ্ঞ। তাঁদের প্রতি সবসময়ই আমি কৃতজ্ঞ থাকব। আমি প্রতি বছর এ শহরে মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্স প্রদান করেছি। তারপরও রাজনৈতিক নেতারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও দাবি করা হয়েছে ট্রাম্প নিউ ইয়র্কের বাসস্থান পরিবর্তন করছেন। ম্যানহাটান থেকে পাম বিচে তাঁর স্থায়ী ঠিকানা হচ্ছে। হোয়াইট হাউসের আধিকারিকরা ট্রাম্পের এই বাসস্থান পরিবর্তন প্রসঙ্গে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছিল মূলত ট্যাক্সের উদ্দেশ্যেই এই বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়।
ট্রাম্প টুইট করেছেন, এই সিদ্ধান্ত নিতে আমার কষ্ট হয়েছে। তবে শেষপর্যন্ত এটি সংশ্লিষ্ট সকলের পক্ষে সবচেয়ে ভাল হবে বলেই আমার বিশ্বাস। ট্রাম্প টুইটারে আরও লেখেন, নিউইয়র্ক সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা হয়ে থাকবে।