For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একঘরে ট্রাম্প! 'বিদ্রোহে' ইন্ধন জুগিয়ে বিশ্ব নেতাদের নিন্দা হজম মার্কিন প্রেসিডেন্টের

Google Oneindia Bengali News

আজ আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়। মৃত্যু হয় চার জনের। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করায় তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে এই হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও নিন্দা জানিয়েছেন বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের গলায় নিন্দার সুর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের গলায় নিন্দার সুর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কংগ্রেস ভবনে হামলাকে অসম্মানজনক দৃশ্য আখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, 'বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পাশে দাঁড়ায়। এখন দেশটিতে শান্তিপূর্ণভাবে ও নিয়ম অনুযায়ী ক্ষমতার হস্তান্তর হওয়াটা জরুরি।'

নিন্দা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নিন্দা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, 'সহিসংতা কখনো জনগণের ইচ্ছার ওপর জয়ী হবে না। যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র অবশ্যই সমুন্নত রাখতে হবে। আর এটা হবেই।' হামলার নিন্দা জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। মরিসন বলেন, এটি একটি বিরক্তিকর দৃশ্য। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিকে তাকিয়ে আছেন তিনি।

আরও অনেকেই ট্রাম্পের নিন্দায় সরব

আরও অনেকেই ট্রাম্পের নিন্দায় সরব

যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন, এটি গণতন্ত্রের ওপর সরাসরি হামলা। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন টুইট করেন, ক্যাপিটল হিলের দৃশ্য একেবারে ভয়ানক। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা ড্রায়ান ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, 'এটি গণতন্ত্রের ওপর বড় হামলা।'

স্পেনের প্রধানমন্ত্রীও নিন্দা করেন এই ঘটনার

স্পেনের প্রধানমন্ত্রীও নিন্দা করেন এই ঘটনার

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, 'মার্কিন গণতন্ত্রের শক্তিশালী অবস্থার প্রতি আমার আস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এ উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে উঠবেন।' জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেন, 'ট্রাম্প ও তাঁর সমর্থকদের মার্কিন ভোটারদের রায় শেষমেশ মানতেই হবে এবং গণতন্ত্রকে পদদলিত করা থামাতে হবে।'

ইউরোপের তাবড় নেতারা সরব হন

ইউরোপের তাবড় নেতারা সরব হন

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, বাইডেনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে, সে বিষয়ে তিনি আস্থাবান। অন্যদিকে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার অপেক্ষা করছেন।

<strong>বামফ্রন্টের সঙ্গে জোট চাইছে না একাংশ, দ্বন্দ্ব মেটাতে পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের</strong>বামফ্রন্টের সঙ্গে জোট চাইছে না একাংশ, দ্বন্দ্ব মেটাতে পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের

English summary
Donald Trump and Capitol hill incident condemned by UK, Canada, Germany, EU, Spain, India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X