For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমেরিকাকে আক্রমণ করা হয়েছে'! ২৪ ঘণ্টায় মার্কিন পরিস্থিতি আরও সংকটজনক হতেই হুঙ্কার ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

করোনার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি পার করেছে, এই বার্তা ট্রাম্প দেওয়ার পরেও আমেরিকায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সেদেশে আক্রান্তের সংখ্যা ৮ লাখ পার করে গিয়েছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট দিলেন আরও বড় হুঙ্কার।

 'আমেরিকাকে আক্রমণ শানানো হয়েছে'

'আমেরিকাকে আক্রমণ শানানো হয়েছে'

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'আমাদের আক্রমণ করা হয়েছে। এটা কোনও সাধারণ ফ্লু নয়। ১৯১৭ সালের পর থেকে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি।' হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে এই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চিনকে তোপ!

চিনকে তোপ!

করোনার আবহে মার্কিন অর্থনীতি রীতিমতো ধ্বসে গিয়েছে। আর এই নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বলেন, সমস্যার সামধান আমেরিকাকে করতেই হবে, 'এছাড়া কোনও গতি নেই'। তিনি বলেন,'আমাদের সবচেয়ে ভালো অর্থনীতি আগেও ছিল। সেটি চিনের থেকে ভালো। অন্যান্য বিভিন্ন দেশের থেকে ভালো।..'

 ট্রাম্পের বার্তা

ট্রাম্পের বার্তা

'আমরা এটা (শিল্প) তৈরি করেছে শেষ ৩ বছরে। আর একদিন হঠাৎ এসে বলছে এটা বন্ধ করতে হবে। আমরা এটা আবার খুলব। আমরা আরও শক্তিশালী হয়েছি, হব।.. আমরা আমাদের বিমান পরিষেবাকে বাঁচিয়েছি। আমরা বহু সংস্থাকে বাঁচিয়ে নিয়েছি, যারা আগে ভালো কাজ করেছে। আর এখচ আচমকা তারা বাজার বন্ধ করতে বাধ্য হচ্ছে।'

২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে কী পরিস্থিতি?

২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে কী পরিস্থিতি?

গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭৩৮ জনের দেহে নতুন করে করোনার আক্রমণ হয়েছে। যার জেরে রীতিমতো ত্রস্ত গোটা দেশ। ইতিমধ্যেই সেখানে ৪০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্য। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে।

English summary
Donald Trump amid struggle to restore normalcy , says ‘Wasn’t just a flu, US was attacked’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X