For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের সঙ্গে বৈঠক-বিতর্ক এখন অতীত! এবার পাকিস্তানকে রাস্তা দেখালেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক এখন অতীত। এখন পাকিস্তানকে কাশ্মীর বিষয়টি দ্বিপাক্ষিক ধরে নিয়ে ভারতের সঙ্গে বলে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিল আমেরিকা।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক এখন অতীত। এখন পাকিস্তানকে কাশ্মীর বিষয়টি দ্বিপাক্ষিক ধরে নিয়ে ভারতের সঙ্গে বলে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিল আমেরিকা। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে ট্রাম্পকে ফোন করেছিলেন ইমরান। রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে ১৫ দেশের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইমরানকে উপদেশ দেন ট্রাম্প।

ইমরানের সঙ্গে বৈঠক-বিতর্ক এখন অতীত! এবার পাকিস্তানকে রাস্তা দেখালেন ট্রাম্প

শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই, হোয়াইট হাউসের তরফে থেকে বিবৃতি জারি করে ফোনের কথা জানানো হয়। সেখানে বলা হয়, আঞ্চলিক উন্নতি নিয়ে ট্রাম্প এবং ইমরানের কথা হয়েছে। গতমাসেই ওয়াশিংটনে গিয়েছিলেন ইমরান। সেই সময় ট্রাম্প বলেছিলেন, মোদী কাশ্মীর বিতর্ক মেটাতে তাঁকে মধ্যস্থতা করতে বলেছেন। এরপরেই ভারতে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

এদিনে রাষ্ট্রসংঘে বৈঠক শুরুর আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী জানিয়েছিলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক নিয়ে ইমরান ও ট্রাম্পের কথা হয়েছে। ফলে বৈঠক হওয়ার পরেই আমেরিকার তরফ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী জানিয়েছিলেন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে ৪ টি দেশের সঙ্গে কথা হয়েছে।

জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। রাষ্ট্রসংঘে আমেরিকার ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে একথা জানিয়েছেন।

কাশ্মীর ইস্যু ছাড়াও, কীভাবে আমেরিকার ও পাকিস্তানের সম্পর্ক আরও গাঢ় করা যায় তা নিয়ে দুজনের কথা হয় বলে জানা গিয়েছে।

English summary
Donald Trump advices Imran Khan to resolve Kashmir tention bilaterally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X