ভারত-ব্রিটেনের লি়ডারশিপ কনক্লেভ মিস করবেন না একেবারেই
ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে আয়োজিত হতে চলেছে পঞ্চম 'অ্যানুয়াল ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভ'। আয়োজন করছে ইন্ডিয়া আইএনসি। আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সেই সময়ে ভারত -ব্রিটেন সপ্তাহ উদযাপিত হতে চলেছে। আর এই উদযাপনের একটি অংশ এই কনক্লেভ।

ব্রেক্সিট পরবর্তী সময়ের ব্রিটেন ও উন্মুক্ত ভাবধারা বহনকারী ভারতের মধ্যে সম্পর্ক মজবুত করাই এই কলক্লেভের লক্ষ্য। রাজনৈতিক ইতিহাস সাক্ষী রয়েছে দুটি দেশের সম্পর্কের বিভিন্ন অধ্যায়ের। দুটি দেশের দেশনায়কদের নীতি ও রাষ্ট্রীয় উন্নয়নের ভাবধারা একে অপরের সঙ্গে সম্পর্কিত। সেই ভাবধারাকে আরও উন্ননয়ের দিকে নিয়ে যেতেই এই কনক্লেভের আয়োজন। দুটি উন্নয়শীল অথনীতির বাহক দেশ ভারত ও ব্রিটেন এই কনক্লেভের মাধ্যমে কাছাকাছি আসতে চলেছে। শুধু দুটি দেশের নেতা বা প্রতিনিধিরাই নন, এই কলক্লেভ একত্রিত করছে দুটি দেশের প্রাসঙ্গিক শুভানুধ্যায়ীদের। যার ফলে সংস্কৃতির আদানপ্রদান হবে দুটি দেশের মানুষের মধ্যেও। দুটি দেশের মধ্যে বাড়বে কূটনৈতিক সখ্যতাও। এমনই আশা কনক্লেভের আয়োজক ইন্ডিয়া আইএনসির।এককথায় বলা যায় এই কনক্লেভের মাধ্যমে বিশ্বায়নের প্রেক্ষিতে ব্রিটেন ও ভারতকে নতুন করবে চিনবে আন্তর্জাতিক মহল।
পঞ্চম ইন্ডিয়া-ইউকে লিডারশিপ কলক্লেভের মাধ্যমে এক যুগান্তকারী কূনৈতিক সম্পর্ক তৈরির দিকে এগোতে চলেছে ভারত ও ব্রিটেন। আয়োজনের একটি অংশে থাকছে ইউকে-ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০১৮। বিভিন্ন বিষয়ে আন্তর্তাজাতিক আঙিনায় সংঘবদ্ধতার ক্ষেত্রে ভারত ও ব্রিটেনের ব্যক্তিত্বরা সাফল্য পেয়েছেন, তাঁদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে । রাজনীতি ,কলা, সংস্কৃতি সম্পর্কীয় ৪০০ জন নামী ব্যক্তিত্বদের এই মঞ্চ একসঙ্গে পেতে চলেছে। ২২ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি। এই অনুষ্ঠানে অংশ নেবেন, ইন্টাকন্যাশনাল ট্রেডের সেক্রেটারি ব্যারি গার্ডিনার, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সেক্রেটারি অব স্টেট প্রীতি প্যটেল, ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল এবং বিশিষ্ট সাংবাদিক বরখা দত্ত।
দুটি দেশের পারস্পরিক সম্পর্কে গড়ে তোলার ক্ষেত্রে যাঁদের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে , কলক্লেভ তাঁদেরও সম্মান জানাচ্ছে। এরকম ১০০জন ব্যক্তিত্ব উপস্থিত থাকছে কলক্লেভে। প্রিন্স চার্লসের ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত হবে হাইকমিশনার্স কাপ নামক গল্ফ প্রতিযোগিতা। যা এই কনক্লেভের অন্যতম অংশ। প্রসঙ্গত, বিশ্বায়নকে সামনে রেখে ভারত ও ব্রিটেনের চলার পথে যাবতীয় আর্থ-সামাজিক পরিস্থিতিকে তুলে ধরবে এই কনক্লেভ।
সেই পরিস্থিতির বিচারে দুটি দেশের বাণিজ্যিক উন্নতির কথাও আলোচিত হবে সেখানে। উল্লেখ্য, ব্রিটেনে ইতিমধ্যেই ভারতীয়দের বাণিজ্যিক সাফল্য নজর কেড়েছে অনেকের। আগামী দিনে এই সাফল্যের হাত ধরে দুটি দেশের সম্পর্কে কোনদিকে এগোয় সেবিষয়ের আলোচনা তুলে ধরবে এই কনক্লেভ।