For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হুবেই প্রদেশে চালু বিমান পরিষেবা, ধীরে ধীরে স্বাভাবিকের পথে চিন

‌হুবেই প্রদেশে চালু বিমান পরিষেবা, ধীরে ধীরে স্বাভাবিকের পথে চিন

Google Oneindia Bengali News

চিন রবিবার হুবেই প্রদেশে ফের আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু করেছে। শুধুমাত্র হুবেইয়ের রাজধানী উহানে এখনও বিমান পরিষেবা চালু করেনি চিন। এই হুবাই থেকেই করোনা নিশ্চিত আক্রান্তের বহু খবর পাওয়ার পরই এই প্রদেশটিকে লকডাউন করে দেওয়া হয়। সম্প্রতি এই হুবেই থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে।

হুবেইতে বিমান পরিষেবা শুরু

হুবেইতে বিমান পরিষেবা শুরু

হুবেইয়ের রাজধানী উহান, যেখান থেকে এই করোনা সংক্রমিত হয়েছে এবং গত দু'‌মাস বহু প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস, সেখান আগামী ৮ এপ্রিল থেকে বিমান পরিষেবা চালু হবে। করোনা ভাইরাসের পরীক্ষা নেগেটিভ আসার পর থেকেই ৫৬ মিলিয়ন মানুষের বাস হুবেইতে ২৫ মার্চ থেকে স্থানীয় পরিবহন পরিষেবা চালু করা হয়, যাতে লকডাউন পদ্ধতি সহজে তুলে নেওয়া যায়। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (‌এনএইচসি)‌ রবিবার জানিয়েছে ৪৪টি নতুন করোনা ভাইরাসের কেস সহ একটি গোষ্ঠী সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। শনিবারই চিনে পাঁচটি নতুন মৃত্যু সহ মৃত্যুর হার পৌঁছেছে ৩,৩০০-তে। নতুন গোষ্ঠী সংক্রমণের কেস শনিবার হেনান প্রদেশ থেকে এবং করোনার সূত্রপাত হুবেই থেকে নতুন পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৪৪টি নতুন কেস নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬৯৩টি।

মূল ভূখণ্ডে মোট করোনা কেস ৮১,৪৩৯টি

মূল ভূখণ্ডে মোট করোনা কেস ৮১,৪৩৯টি

করোনায় নিশ্চিত কেস নিয়ে শনিবার পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে মোট সংখ্যা ৮১,৪৩৯টি। এর মধ্যে রয়েছে ৩,৩০০ জনের মৃত্যু, ২,৬৯১ জন রোগী এখনও চিকিৎসারত ও ৭৫,৪৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে এনএইচসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

কোভিড–১৯–এর পর ৬৪ জন যাত্রী নিয়ে প্রথম বিমান ছাড়ে

কোভিড–১৯–এর পর ৬৪ জন যাত্রী নিয়ে প্রথম বিমান ছাড়ে

রবিবার সকালে ফুজহো বিমান সংস্থার একটি বিমান হুবেই প্রদেশ থেকে বিমান পুনরায় চালু করার লক্ষ্যে ইয়াচং শহর থেকে ছাড়ে। জানা গিয়েছে, বিমান এফইউ৬৭৭৯, ৬৪ জন যাত্রী নিয়ে পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুজহউতে যাওয়ার উদ্দেশ্যে ইয়াচংয়ের থ্রি গর্জাস বিমানবন্দর থেকে ছাড়ে। চিনের বেসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশের রাজধানী উহানের তিয়ানহি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। আন্তঃরাজ্য যাত্রী ও কার্গো বিমান পরিষেবা হুবেইতে রবিবার থেকে চালু হয়ে গিয়েছে। এই প্রদেশে কোভিড-১৯-এর প্রভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছিল যার জন্য সব ধরনের পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২৫ মার্চ উহান বাদে সব প্রত্যাহার তুলে নেওয়া হয় এবং দু'‌দিনের মধ্যে এক্সপ্রেসওয়ে, জাতীয় ও প্রদেশ স্তরের হাইওয়ে সব খুলে দেওয়া হয়।

নতুনভাবে সেজে উঠছে থ্রি গর্জাস বিমানবন্দর

নতুনভাবে সেজে উঠছে থ্রি গর্জাস বিমানবন্দর

থ্রি গর্জাস বিমানবন্দরের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার শু জুয়াকিয়াং জানিয়েছেন যে বিমান পরিষেবা শুরু করার আগে গোটা বিমানবন্দরকে জীবাণুমুক্ত করা হয়েছে এবং মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য সংগঠিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিমানবন্দরে নতুনভাবে থার্মাল ইমাজিং যন্ত্র বসানো হয়েছে। যাতে বিমানবন্দরে আগত সব যাত্রীদের সঠিক পরীক্ষা হতে পারে। আইসোলেশন এলাকাও নির্মাণ করা হয়েছে যেখানে কোয়ারান্টাইন মানুষের জ্বর রয়েছে কিনা পরীক্ষা করা হবে। হুবেই বিমানবন্দরে ৯৮টি বিমান পরিষেবা দেবে বলে জানা গিয়েছে।

English summary
domestic flights resumed in hubei province china gradually on the normal route
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X