For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোর্টেবল চার্জার থেকে বিমানে আগুন, তারপর যা হল, দেখুন ভিডিও

বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্কের বিস্ফোরণে বিপত্তি। ঘটনার জেরে চিনের আন্তর্দেশীয় একটি বিমান প্রায় ৩ ঘণ্টা দেরিতে ছাড়ে। সৌভাগ্যবশত আগুন নিভিয়ে দেওয়া সম্ভব হয়। ঘটনায় আহত হওয়ার কোনও খবর নেই।

  • |
Google Oneindia Bengali News

বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্কের বিস্ফোরণে বিপত্তি। ঘটনার জেরে চিনের আন্তর্দেশীয় একটি বিমান প্রায় ৩ ঘণ্টা দেরিতে ছাড়ে। সৌভাগ্যবশত আগুন নিভিয়ে দেওয়া সম্ভব হয়। ঘটনায় আহত হওয়ার কোনও খবর নেই।

পোর্টেবল চার্জার থেকে বিমানে আগুন, তারপর যা হল, দেখুন ভিডিও

কিছুক্ষণ পরেই ছাড়বে বিমান। তখনও বিমানে উঠছেন যাত্রীরা। এইসময় হঠাৎই বিমানে যাত্রীর মাথার ওপরে থাকা তাকে থাকা পাওয়ার ব্যাঙ্কে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

এক-সহযাত্রী ভিডিওটি করেন। তাতে দেখা যাচ্ছে তাকে থাকা একটি লাগেজে আগুন। এক ফায়ার অ্যাটেন্ডেন্ট বোতলে থেকে জল ছুঁড়ে দেন আগুনের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়।

ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

রবিবার সাংহাইগামী সিজেড৩৫৩৯ বিমান ছোট এই দুর্ঘটনাটি ঘটে। গুয়ানঝাউতে থাকার সময়ই পাওয়ার ব্যাঙ্কে আগুন লেগে যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডিভাইসটিতে যখন আগুন লাগে, তখন সেটি অব্যবহৃত অবস্থায় ছিল।

আগুন লাগার পরেই যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। অন্য একটি বিমানের বন্দোবস্ত করা হয় তাদের জন্য।

English summary
Domestic flight in China delays due to power bank kept in the overhead compartment caught fire.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X