For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরওয়েতে রহস্যজনক অসুস্থতায় মরছে কুকুর

নরওয়ের কর্মকর্তারা বলছেন, গত কয়েক দিনে বেশ কিছু কুকুর মারা গেছে রহস্যজনক এক অসুস্থতায়। ঠিক কী কারণে কুকুরগুলো মারা যাচ্ছে তা এখনো বের করা যায়নি।

  • By Bbc Bengali

একই লক্ষ্মণ নিয়ে অসুস্থ হয়েছে বেশ কিছ কুকুর
AFP
একই লক্ষ্মণ নিয়ে অসুস্থ হয়েছে বেশ কিছ কুকুর

নরওয়ের কর্মকর্তারা বলছেন গত কয়েক দিনে বেশ কিছু কুকুর মারা গেছে রহস্যজনক এক অসুস্থতায়।

দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে প্রায় চল্লিশটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিলো।

এদের বমি ও ডায়রিয়া দেখা দেয়, এবং পরে কয়েকটি মারা যায়।

প্রথম ঘটনাটি ঘটে রাজধানী অসলোতেই।

অন্য ঘটনাগুলোর খবর পাওয়া যায় কমপক্ষে আরও তেরটি শহর থেকে।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষ কতোটা সচেতন

কুকুর এখন বন্যপ্রাণীর জন্য বিরাট হুমকি

কুকুর বিড়ালকে একটানা বেধে রাখলে জেল

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে তে বলা হয়েছে বিভিন্ন অবস্থায় এ পর্যন্ত ২৫টি কুকুরের মৃত্যুর তথ্য পেয়েছে তারা।
BBC
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে তে বলা হয়েছে বিভিন্ন অবস্থায় এ পর্যন্ত ২৫টি কুকুরের মৃত্যুর তথ্য পেয়েছে তারা।

ভেটেরিনারি ইন্সটিটিউট বলছে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার মতো দুটি উপাদান পাওয়া গেছে কিন্তু এটি নিশ্চিত নয় যে কুকুরগুলোর মৃত্যুর জন্য এটিই দায়ী কিনা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে বলেছে বিভিন্ন অবস্থায় এ পর্যন্ত ২৫টি কুকুরের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

যদিও দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করেনি।

আবার নরওয়ের প্রতিবেশী দেশ সুইডেনেও একটি কুকুরকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুকুরটি নরওয়ের একটি শহরে একটি শোতে অংশ নিয়েছিলো।

নরওয়ের প্রতিবেশী দেশ সুইডেনেও একটি কুকুরকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে
BBC
নরওয়ের প্রতিবেশী দেশ সুইডেনেও একটি কুকুরকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে

এরপরেই অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছে সুইডিশ একটি সংবাদপত্র।

নরওয়ের ভেটেরিনারি ইন্সটিটিউট বলছে, তাদের প্যাথলজিস্টরা এমন একটি লক্ষ্মণ পেয়েছে যা খাদ্যে বিষক্রিয়া বা ইঁদুরের বিষের মতো।

খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মুখপাত্র ওলে হারম্যান বলছেন 'অসুস্থতাকে কুকুরের জন্য মারাত্মক মনে হচ্ছে। কিন্তু এখনো নিশ্চিত নয় যে এটা সংক্রামক নাকি বিচ্ছিন্নভাবে কুকুরগুলো আক্রান্ত হচ্ছে।"

সংস্থাটি কুকুর মালিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

English summary
Dog dies of mysterious illness in Norway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X