For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'বার পরীক্ষার পর তৃতীয়বারে করোনা পজিটিভ একাধিক রোগী, চিন্তায় চিকিত্সকেরা

দু'বার পরীক্ষার পর তৃতীয়বারে করোনা পজিটিভ একাধিক রোগী, চিন্তায় চিকিত্সকেরা

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে যে পরপর দু'বার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলেও তারপরে আবার পরীক্ষায় ফল পজিটিভ আসতে পারে, আর এর জেরেই ঘুম ছুটেছে বিজ্ঞানীদের। অবিলম্বে নিষেধাজ্ঞা জারি হয়েছে করোনা পরীক্ষিতদের ছেড়ে দেওয়ার উপরে।

পরপর দু'বার পরীক্ষাতেও বোঝা যাচ্ছে না করোনা সংক্রমণ

পরপর দু'বার পরীক্ষাতেও বোঝা যাচ্ছে না করোনা সংক্রমণ

পরস্পর দু'বার করোনা নেগেটিভ হওয়ার পরেও আবার পরীক্ষায় দক্ষিণ কোরিয়ায় ৯১জনের ফলাফল পজিটিভ হওয়ায় পুনরায় সংক্রমণ ও আরটি-পিসিআর পরীক্ষাপদ্ধতি নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। আমেরিকার মিনেসোটার মায়ো ক্লিনিকের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ প্রিয়া সম্পথকুমারের মতে, "আরটি-পিসিআর পরীক্ষায় পজেটিভ ফলাফল আসলে সেটিই গ্রহণযোগ্য এবং নেগেটিভ ফলাফল এলেও রোগীর ভ্রমণ ইজিহাস ও জীবন খতিয়ে দেখতে হবে।"

চিনা বিশেষজ্ঞদের সমীক্ষায় আরটি-পিসিআর

চিনা বিশেষজ্ঞদের সমীক্ষায় আরটি-পিসিআর

চৈনিক বিশেষজ্ঞদের একটি সমীক্ষায় জানা গেছে, ২৩শে জানুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারির মধ্যে চিনের শেনজেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১৭২জনের মধ্যে পুনরায় ১৪.৫%-এর করোনা পজিটিভের খবর মিলেছে। ছাড়া পাওয়ার পর প্রায় ৪ধাপে পরীক্ষানিরীক্ষার পর রোগী হাসপাতাল থেকে বের হতে পারে, কিন্তু প্রতি ৫-৯ দিনের মধ্যে প্রায় ২৫জন পুনরায় পজেটিভ হিসেবে ফিরছেন। সমীক্ষার মতে, আরটি-পিসিআরের মাধ্যমে করোনা চিহ্নিত করতে গেলে ২৪ঘন্টার বদলে প্রতি ৪৮ঘন্টা অন্তর পরীক্ষা করতে হবে এবং ডি-ডাইমার, অণুচক্রিকা সংখ্যা ও শ্বেতকণিকার পরিমাণও পরীক্ষার অংশ করতে হবে।

আরটি-পিসিআর পরীক্ষার নিয়ে উওহানের গবেষকেরা কী বলছেন

আরটি-পিসিআর পরীক্ষার নিয়ে উওহানের গবেষকেরা কী বলছেন

উওহানের তংজি হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, ২১শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারির মধ্যে ৭০ জনের মধ্যে ১৫জনের পরপর দুইবার আরটি-পিসিআর পরীক্ষার পরও তৃতীয়বারে পজেটিভ ফলাফল আসে। গবেষকদের মতে, আরটি-পিসিআরে ধরা পড়া ভাইরাসগুলি অন্যান্য মানুষের শরীরে ভ্রমণের ক্ষমতা রাখে না বলেই ধরা পড়েছে এবং তাই প্রত্যেক সন্দেহভাজনকেই কড়া নজরদারিতে রাখা উচিত। ফলতই উক্ত পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন।

তৃতীয় সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তৃতীয় সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

চৈনিক চিকিৎসকদের করা একটি সমীক্ষায় উঠে এসেছে, ২রা থেকে ১৭ই ফেব্রুয়ারির মধ্যে উওহানের ৬১০জনের উপর ৬ রকমভাবে পরীক্ষা চালানো হয় এবং দেখা যায়, পরীক্ষায় কয়েকজনের ফলাফল একবার আসে নেগেটিভ, তারপরেই পজেটিভ ও তারপরের বারই নেগেটিভ। আবার পরপর দু'বার নেগেটিভ আসার পরেও ১৮জন তৃতীয়বারে পজেটিভ বলে চিহ্নিত হন। ফলত আরটি-পিসিআর নিয়ে সন্দিহান প্রশাসনকে সমীক্ষা কর্তারা জানিয়েছেন যাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পূর্বে ভালো করে পরীক্ষা করা হয় ও ছেড়ে দেওয়ার পরও যেন সন্দেহভাজনকে কড়া নজরদারিতে রাখা হয়।

কমছে তেলের উৎপাদন! করোনা সংকটে বিশ্ববাজারে দাম স্থিথিশীল রাখতে ঐতিহাসিক সমঝোতাকমছে তেলের উৎপাদন! করোনা সংকটে বিশ্ববাজারে দাম স্থিথিশীল রাখতে ঐতিহাসিক সমঝোতা

English summary
results of the two tests were negative, but for the third time, many patients were diagnosed with corona positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X