For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোরাই ২ কোটির হিরে পেটের মধ্যে, শেষে বেরল অপারেশন করে

  • |
Google Oneindia Bengali News

ব্যাংকক, ১৬ সেপ্টেম্বর : একেবারে বলিউডি কায়দায় দোকান থেকে চুরি করা হিরে শেষে কিনা ধরা পড়ল বিমানবন্দরে চেক ইনের সময়ে। তাও আবার যেমন তেমন হিরে নয়, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২ কোটি টাকা।

ঘটনা হল, থাইল্যান্ডে ঘুরতে এসে এক অলঙ্কারের মেলায় গিয়ে ৬ ক্যারেটের একটি হিরে দেখেন জিয়াং জুলিয়ান (৩৯)। চিনের বাসিন্দা জিয়াং নামে ওই মহিলা তখনই ঠিক করে ফেলেন হাতসাফাইয়ের কথা। যেমন ভাবা তেমন কাজ। বাজার থেকে একইরকম দেখতে নকল একটি হিরে কিনে সেই দোকানে আসেন তিনি।

চোরাই ২ কোটির হিরে পেটের মধ্যে, শেষে বেরল অপারেশন করে

এরপর একেবারে হিন্দি সিনেমার কায়দায় ছোট্ট হেরাফেরি। ব্যস, আসল হিরে চলে আসে জিয়াংয়ের কাছে। তারপর দেরি না করে সেই হিরে খেয়ে ফেলেন তিনি। পেটে চলে যায় হিরে। তা নিয়ে তিনি চিনে ফিরে যাচ্ছিলেন।

তবে গোল বাঁধল ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে। থাইল্যান্ডের এই বিমানবন্দরে চেক ইনের সময় ধরা পড়ল, অভিযুক্ত জিয়াংয়ের অন্ত্রে চকচকে কিছু ধরা পড়ে। সেসময়ই তাকে আটক করা হয়। পরে খবর আসে, অলঙ্কার মেলায় একটি হিরে গায়েব হওয়ার কথা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটিকে মিলিয়ে জিয়াংকে জেরা করলে সব ঘটনা বেরিয়ে আসে তার মুখ থেকে। এক্স-রে করে দেখা যায়, জিয়াংয়ের পেটে রয়েছে হিরেটি। বহস্পতিবার ঘটনাটি ঘটলে পরে গত রবিবার অপারেশন করে হিরেটি বের করা হয়। এবং থাইল্যান্ডের নিয়মানুযায়ী জিয়াংয়ের জরিমানা ও তিন বছরের কারাবাস হয়েছে।

English summary
Doctors surgically remove stolen 6-carat diamond Chinese woman swallowed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X