For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রতিরোধে প্রথম সারি থেকে লড়ছে হু, কিন্তু অর্থের যোগান কীভাবে আসে জানেন কী

করোনা প্রতিরোধে প্রথম সারি থেকে লড়ছে হু, কিন্তু অর্থের যোগান কীভাবে আসে জানেন কী

  • |
Google Oneindia Bengali News

করোনা বিধ্বস্ত গোটা দেশ। এর মধ্যে করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

একইসাথে করোনা প্রাদুর্ভাবের ক্ষেত্রে চিনের অর্কমণ্যতাকেও কাঠগড়ায় তুলেছে আমেরিকা। এই ক্ষেত্রেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে হু-র সর্বাধিক অর্থের যোগান দেয় আমেরিকাই। পাশাপাশি এই ক্ষেত্রে বেশ কিছু স্বশাসিত সংস্থাও উল্লেখ যোগ্য অবদান রাখে।

বিশদ তথ্য পাওয়া যায় হু-র ওয়েবসাইটেও

বিশদ তথ্য পাওয়া যায় হু-র ওয়েবসাইটেও

সূত্রের খবর, প্রতিবছর হু-কে প্রায় ৬.২ বিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য করে আমেরিকা। পাশাপাশি একাধিক এনজিও, হু সদস্য এবং জনহিতকর সংস্থার অর্থসাহায্য করে থাকে। এই বিষয়ে বিশদ তথ্য পাওয়া যায় হু-র ওয়েবসাইটেও।

আমেরিকার পরে সর্বাধিক অর্থ কারা প্রদান করেন ?

আমেরিকার পরে সর্বাধিক অর্থ কারা প্রদান করেন ?

সূত্রের খবর, সেখানে দেখা যাচ্ছে হু-র প্রধান অর্থ ভান্ডারের ১৪.৬৭ শতাংশই আশে আমেরিকার কাছ থেকে। পরবর্তী বড় অবদানকারীরা হলেন বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। যারা মোট অর্থের প্রায় ৯.৭৬ শতাংশ প্রদান করেন। তারপরেই রয়েছে জিএভিআই অ্যালায়েন্স। তারা মোট অর্থের ৮.৩৯ শতাংশ অনুদান দেয়। জিএভিআই অ্যালায়েন্স একটি জেনেভা ভিত্তিক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংস্থা, যেখানে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন একটি উল্লেখযোগ্য অবদান রাখে।

লকডাউনে বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে ফের প্যাকেজ? প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী বৈঠকে জল্পনালকডাউনে বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে ফের প্যাকেজ? প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী বৈঠকে জল্পনা

English summary
do you know where the world health organizations funding comes from
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X