৭২ বছর পর দিওয়ালিতে আলোকিত হল পাকিস্তানের এই মন্দিরটি
৭২ বছর ধরে বন্ধ থাকার পর চলতি বছরে খোলা হয় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের একটি মন্দির। আর গিওয়ালি উপলক্ষে ৭২ বছর পর আলোর মুখ দেখল এককালে জরাজীর্ণ অবস্থায় থাকা শাবালা তেজা সিং মন্দিরটি।

৭২ বছর পর আলোকিত হল মন্দিরটি
পাকিস্তানের গণমাধ্যম সূত্রের খবর, এতকাল পরে এই মন্দিরে দীপাবলি পালনের সুযোগ পেয়ে শহরবাসী স্বাভাবিকভাবেই আপ্লুত। আলোর উৎসব পালনের জন্য এই মন্দিরে বিশেষ প্রার্থনাসভারও আয়োজন করা হয়। একই সঙ্গে চলছে মন্দির পুনর্নির্মাণের কাজও। দেশ ভাগের সময়, ১৯৪৭ সাল থেকেই এই মন্দির বন্ধ ছিল। ইভ্যাকিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ইটিবিপি) কয়েক মাস আগে এই মন্দিরটি ফের খোলার সিদ্ধান্ত নেয়। মন্দিরটি নতুন করে সাজানোর কাজ চলছে। এরই মাঝে বহু বছর পর এখানে ফের উদযাপিত হল দীপাবলি উৎসব।

শিয়ালকোটের পাশাপাশি সারা পাকিস্তান জুড়েই দিওয়ালি উদযাপনের কর্মসূচি
পঞ্জাব ইটিবিপি-র আধাকারিক সৈয়দ ফরাজ আব্বাস এই প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী ইমরান খান এবং ইটিবিপি চেয়ারম্যানের নির্দেশের পর হিন্দু এবং শিখদের ধর্মস্থানগুলির পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়। শাবালা তেজ সিং মন্দিরটি পুরোপুরি সাজিয়ে তুলতে পাঁচ বছর লাগবে। এর জন্য আমরা ইউনেসকো ও করাচির আগা খান ফাউন্ডেশন থেকে সাহায়্য নিচ্ছি।" তিনি আরও জানান, লাহোর এবং রাওয়ালপিন্ডির কৃষ্ণ মন্দিরগুলির পাশাপাশি পেশওয়ার, সিন্ধের সুক্কুর, করাচি এবং অন্যান্য অঞ্চলগুলিতেও দীপাবলি পালনের জন্য সরকার নানান কর্মসূচি নিয়েছে।

দিওয়ালি উপলক্ষে পাকিস্তানের হিন্দুদের শুভেচ্ছা পাক মন্ত্রীর
পঞ্জাবের মানবাধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী ইজাজ আলম অগাস্টাইন দীপাবলি উপলক্ষে দেশের হিন্দুদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। ইজাজ আলম অগাস্টাইন বলেন, দীপাবলি সুখ ও সমৃদ্ধির প্রতীক। যে মানুষ যে ধর্মেরই অনুগামী হন না কেন, সকলেই দেশের সমান নাগরিক এবং সকলের সমান অধিকার পাওয়ার অধিকার রয়েছে।