For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে তামিল ভাষায় গাওয়া হল না জাতীয় সঙ্গীত

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে তামিল ভাষায় গাওয়া হল না জাতীয় সঙ্গীত

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কায় তামিল টাইগারদের যুগ শেষ হলেও এখনও শ্রীলঙ্কায় ব্রাত্য তামিল জাতি। আর তারই পরিচয় পাওয়া গেল এ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি ছিল এ দেশের স্বাধানতা দিবস। শ্রীলঙ্কার নতুন সরকার তামিল ভাষায় জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তামিল উপেক্ষিত ছিল। অথচ এটি সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা। আগের বছর পর্যন্ত দুটি জাতীয় ভাষায় শ্রীলংকার জাতীয় সংগীত গাওয়া হতো। গৃহযুদ্ধের ক্ষত সারাতে এ উদ্যোগ নেওয়া হতো।

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে তামিল ভাষায় গাওয়া হল না জাতীয় সঙ্গীত


এ বছর শুধুমাত্র সিংহলি ভাষাতেই গাওয়া হয় দেশের জাতীয় সঙ্গীত। ২০১৬ সালের পর এই প্রথমবার তামিল ভাষায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো না। ক্ষমতায় আসার পর এদিন প্রথম রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন গোতাবায়া রাজাপক্ষ। গত বছর তিনি সিংহলি ভাষী বৌদ্ধদের ভোটেই নির্বাচিত হয়েছেন। তবে জাতীয় সঙ্গীত পরিবেশনে তামিল ভাষা ব্রাত্য হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তামিলরা ওই দেশে সংখ্যালঘু হলেও তাঁদেরও বিষয়টি খুব একটা পছন্দ হয়নি বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় চিন ঘনিষ্ঠ পরিবার বলেই পরিচিত রাজাপক্ষ পরিবার। এর আগে ২০১৫ সালে গোতাবায়ার দাদা ও শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ যখন প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন চিন প্রচুর টাকা ঢেলেছিল বলেও অভিযোগ। পরিবার ও ঘনিষ্ঠদের কাছে 'টারমিনেটর’ নামে পরিচিত গোতাবায়া একসময়ে শ্রীলঙ্কান সেনার প্রধান কর্তাও ছিলেন। তাঁর নেতৃত্বেই ১০ বছরের এলটিটিই সাম্রাজ্যকে ধ্বংস করতে সমর্থ হয় শ্রীলঙ্কা।

পাকিস্তানে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ! রাজনীতির পারদ চড়ালেন রাহুলপাকিস্তানে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ! রাজনীতির পারদ চড়ালেন রাহুল

English summary
Until the previous year, Sri Lanka's national anthem was sung in two languages. The initiative was taken to heal the wounds of the Civil War
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X