For Quick Alerts
For Daily Alerts
ঢাকায় বনানী টাওয়ারে আগুনের ঘটনায় মৃত বেড়ে ২৫, নিখোঁজ এখনও ২০
বাংলাদেশের ঢাকায় বনানী টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫-এ। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এবং এখনও এন্তত ২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে আগুন লাগে। প্রায় ৬-৭ ঘণ্টার প্রচেষ্টায় দমকল ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগে আশপাশের বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আটকে পড়েন অনেকে। অনেকে দেওয়াল বেয়ে নামার চেষ্টা করেন। অনেকে লাভ দিয়ে পড়ে আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে দমকলের ২২টি ইঞ্জিন কাজ করছে বলে জানা গিয়েছে। এখনও সমানে উদ্ধারকার্য চলছে। উদ্ধার প্রক্রিয়া শেষ হওয়ার পরে বিল্ডিংয়ে আগুন লাগার পিছনে যাদের হাত রয়েছে সেই অভিযুক্তদের শনাক্তকরণের পথে নামবে ঢাকা পুলিশ।