For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চর্মরোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধও কামাল দেখাচ্ছে করোনা চিকিৎসায়, সাড়া ফেলেছে গোটা বিশ্বে

চর্মরোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধও কামাল দেখাচ্ছে করোনা চিকিৎসায়, সাড়া ফেলেছে গোটা বিশ্বে

Google Oneindia Bengali News

করোনা চিকিৎসায় নতুন দিশা দেখিয়েছে স্টেরয়েড ডেক্সামেথাসন। এই নিয়ে আশাবাদী বিশ্বস্বাস্থ্য সংস্থাও। কিন্তু এইউ ওষুধ আসলে কী এবং কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। জানা গিয়েছে মূলক চর্মরোগ নিরাময়ের ক্ষেত্রেই এই ওষুধ প্রয়োগ করা হয়ে থােক। আর এই ওষুধেই এখন করোনা চিকিৎসায় মজেছেন গবেষকরা।

ডেক্সামেথাসন কী

ডেক্সামেথাসন কী

এটি আসলে একটি স্টেরয়েড জাতিয় ওষুধ। চর্মরোগ বা অ্যালার্জি এবং পেটের রোেগর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অটো ইমিউন ডিসঅর্ডার, বাতের ব্যাথা এবং মাইস্থেনিয়া গ্রাফিস জাতিয় রোগের নিরাময়েও এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধ প্রয়োগ করে শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়ানো হয়ে থাকে।

সাইড এফেক্ট

সাইড এফেক্ট

সুফলের পাশাপাশি কুফলও রয়েছে এই ওষুধের। ডেক্সামেথাসন প্রয়োগে রোগীর মধ্যে অবসাদ এবং উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। সেকারণে বেশি মাত্রায় এবং লাগাতার এই ওষুধ প্রয়োগ করা হয়নি। পরিমিত মাত্রায় এবং সীমিত সময়ের জন্য এই ওষুধের প্রয়োগ করে থাকেন চিকিৎসকরা।

করোনা চিকিৎসায় সাফল্য

করোনা চিকিৎসায় সাফল্য

অক্সফোর্ডের গবেষকরা মৃতপ্রায় করোনা আক্রান্ত রোগীদের শরীরে এই ওষুধ প্রয়োগ করে অত্যন্ত ভাল ফল করেছেন। তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এমনকী ভেন্টিলেটর এবং অক্সিজেনে নেওয়া অবস্থায় থাকা রোগীরাও এই ওষুধের প্রয়োগে সেরে উঠেছেন। এতেই করোনা চিকিৎসায় নতুন করে দিশা দেখছেন গবেষকরা।

 সাধুবাদ জানাল হু

সাধুবাদ জানাল হু

করোনা সংক্রমণে যুগান্তকারী ওষুধের সন্ধান মেলায় উচ্ছ্বসিত বিশ্বস্বাস্থ্য সংস্থাও। হু-র ডিরেক্টর জেনারেল ডেটরস আধানম গিব্রেসিয়াস জানিয়েছেন, অত্যন্ত ইতিবচক খবর। এই সাফল্যের জন্য ব্রিটেনের গবেষকদের সাধুবাদ জানাই। এবং ব্রিটেন সরকারকেও এর জন্য সাধুবাদ জানিয়েছেন তিনি।

রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গালওয়ান উপত্যকায় প্রথমবার সার্বভৌমত্বের দাবি চিনেররক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গালওয়ান উপত্যকায় প্রথমবার সার্বভৌমত্বের দাবি চিনের

English summary
dexamethasone act successfully on coronavirus infected what is this medicine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X