For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্ত জমাট বাঁধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাতিল এই দেশগুলোতে

রক্ত জমাট বাঁধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাতিল এই দেশগুলোতে

Google Oneindia Bengali News

অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাচ্ছে। আর সে কারণেই এই ভ্যাকসিনকে বৃহস্পতিবার সাময়িক কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ড। যদিও ভ্যাকসিন প্রস্তুতকারক ও ওষুধ নজরদারির দল জোর দিয়েছিলেন যে এই ভ্যাকসিনটি নিরাপদ।

ডেনমার্ক প্রথম এই ভ্যাকসিন বাতিল করে

ডেনমার্ক প্রথম এই ভ্যাকসিন বাতিল করে

এক বিবৃতিতে এই দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে যাঁরা ভ্যাকসিন গ্রহণ করেছে তাঁদের মধ্যে গুরুতর রক্ত জমাট বাঁধার রিপোর্ট সামনে আসার পরই ডেনমার্ক প্রথম যে এই ভ্যাকসিন নিষিদ্ধ করার ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়েছে যে এই পদক্ষেপ সতর্কতামূলক। তবে রক্ত জমাট ও ভ্যাকসিন ডোজের মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। ৯ মার্চ পর্যন্ত রক্ত জমাটের ২২টি ঘটনা সামনে এসেছে। ইউরোপিয়ান ইকোনমিক এলাকাতেল ইতিমধ্যেই ৩০ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে।

 অস্ট্রিয়া বাতিল করেছে ভ্যাকসিন

অস্ট্রিয়া বাতিল করেছে ভ্যাকসিন

ডেনমার্কের পর অস্ট্রিয়াও সোমবার ঘোষণা করে এক ব্যাচ এই ভ্যাকসিন বন্ধ করে দেওয়ার। কারণ অ্যান্ট-কোভিড শট গ্রহণের পরই ৪৯ বছরের এক নার্সের মৃত্যু হয় তীব্র রক্ত জমাট বাঁধার কারণে। অস্ট্রিয়া বাদে ইস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানি্যা এবং লুক্সেমবার্গ এই চার ইউরোপের দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটা ব্যাচ বাতিল করেছে। এই ভ্যাকসিন পাঠানো হয়েছিল ১৭টি ইউরোপের দেশে। ডেনমার্ক ইতিমধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সরবরাহ বাতিল করে দিয়েছে এবং একইভাবে নরওয়ে ও আইসল্যান্ডও বৃহস্পতিবার একই উদ্বেগ প্রকাশ করে ভ্যাকসিন বাতিলের ঘোষণা করেছে।

 ১৪দিনের জন্য বন্ধ টিকাকরণ

১৪দিনের জন্য বন্ধ টিকাকরণ

যদিও বুধবার ইএমএ জানিয়েছে যে প্রাথমিকভাবে জানা গিয়েছে অস্ট্রিয়ায় ব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নার্সের মৃত্যুর জন্য দায়ি নয়। লন্ডন স্কুল অফ হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভানস বলেন, '‌এটি ইউরোপের কিছু বিচ্ছিন্ন রিপোর্টের ভিত্তিতে একটি অতি সতর্ক দৃষ্টিভঙ্গি। তবে ঝুঁকি ও সুবিধার ভারসাম্য অতিরিক্ত মাত্রায় ভ্যাকসিনের পক্ষে রয়েছে।'‌ ড্যানিশ স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর সোরেন ব্রস্ট্রম একটি বিবৃতিতে জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ এবং ড্যানিশ মেডিসিন সংস্থা এই রিপোর্টের উপর ভিত্তি করে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জবাব দেবে। আপাতত ১৪ দিনের জন্য টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে। তবে অসুস্থ রোগীর সম্পর্কে কোনও তথ্য দেয়নি স্বাস্থ্য বিভাগ।

 ব্রিটেনে প্রশংসিত

ব্রিটেনে প্রশংসিত

যদিও ব্রিটেনে এই একই ভ্যাকসিনের প্রশংসা করা হয়েছে দেশজুড়ে এবং এই দেশ থেকে এই ভ্যাকসিনকে সুরক্ষিত ও কার্যকর বলে অ্যাখা দেওয়া হয়েছে। ডেনমার্ক তার দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনা করছে জুলাইয়ের বদলে অগাস্টের মাঝখানে।

অ্যাস্ট্রাজেনেকার জবাব

অ্যাস্ট্রাজেনেকার জবাব

তবে ডেনমার্কের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে অ্যাস্ট্রেজেনেকা। জানিয়েছে, ভ্যাকসিনের গুণমান নিয়ে যথেষ্ট দায়িত্বশীল সংস্থা। গুণমান নিয়ে অভিযোগ উদ্বেগের। এখনও পর্যন্ত কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি ক্লিনিক্যাল ট্রায়ালের সময়। তবে ডেনমার্ক ও অস্ট্রিয়ার স্বাস্থ্যবিভাগের সঙ্গে যৌথ তদন্তে রাজি অ্যাস্ট্রাজেনেকা। ইউরোপিয়ান মেডিসিন সংস্থা বুধবার জানিয়েছে, অস্ট্রিয়ার দুটি মৃত্যুর ঘটনার সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই।

তৃণমূলের চিঠির ছত্রে ছত্রে শাসকের ভাষা, মমতা কাণ্ডের অভিযোগ পত্র নিয়ে কমিশনের কাছে ভর্ৎসিত তৃণমূলতৃণমূলের চিঠির ছত্রে ছত্রে শাসকের ভাষা, মমতা কাণ্ডের অভিযোগ পত্র নিয়ে কমিশনের কাছে ভর্ৎসিত তৃণমূল

English summary
denmark norway iceland suspend use of astrazeneca covid vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X