For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে সংক্রামক করোনা স্ট্রেন হওয়ার দৌড়ে 'ডেল্টা', ৮৫ দেশে মিলল খোঁজ

বিশ্বের সবচেয়ে সংক্রামক করোনা স্ট্রেন হওয়ার দৌড়ে 'ডেল্টা', ৮৫ দেশে মিলল খোঁজ

  • |
Google Oneindia Bengali News

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আগেই বিশ্বকে সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ এবার বিশ্বের সবচেয়ে সংক্রামক করোনা স্ট্রেন হওয়ার দৌড়ে চলে এলে ভাইরাসটি৷ করোনার অন্য স্ট্রেনগুলির তুলনায় এই ত্রিপল মিউটেন্ট স্ট্রেনের খোঁজ মিলেছে অল্প দিনেই৷ কিন্তু এই অল্প সময়ের মধ্যেও নিজের গোত্রের অন্য স্ট্রেনগুলিকে পিছনে ফেলে দিচ্ছে 'ডেল্টা' ভ্যারিয়েন্ট।

কী বলছে WHO?

কী বলছে WHO?

সম্প্রতি একটি রিপোর্টে বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে৷ নতুন করে ১১টি দেশে মিলেছে করোনার ডেল্টা স্ট্রেন৷ যারফলে ডেল্টা ভাইরাসে সংক্রমিত হয়েছে এরকম দেশের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৫ তে। তবে এখনও সংক্রমিত দেশের দিক প্রথম স্থানে থাকা করোনা ভাইরাসের স্ট্রেনটি হল আলফা। যার খোঁজ মিলেছে ১৭০ টি দেশে। এরপরেই রয়েছে করোনার বিটা স্ট্রেন, যার খোঁচ মিলেছে ১১ওটি দেশের সংক্রমিতদের শরীরে৷ তিনে রয়েছে করোনার নতুন ডেল্টা স্ট্রেন যা এখনও ৮৫ টি দেশে পাওয়া গেছে৷ চর নম্বরে রয়েছে গামা স্ট্রেন, পাওয়া গিয়েছে বিশ্বের ৭১টি দেশে৷

সিঙ্গাপুরের গবেষণায় ডেল্টা স্ট্রেন

সিঙ্গাপুরের গবেষণায় ডেল্টা স্ট্রেন

সম্প্রতি সিঙ্গাপুরে ভাইরোলজিস্টদের একটি বড় অংশের গবেষণায় উঠে এসেছে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত হওয়ার মতো তথ্য। গবেষকরা জানিয়েছেন কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তদের বেশি অক্সিজেন, আইসিইউ-এর প্রয়োজন হচ্ছে। এই স্ট্রেনে আক্রান্তদের মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বেশি৷

জাপানের গবেষণায় 'ডেল্টা' স্ট্রেন

জাপানের গবেষণায় 'ডেল্টা' স্ট্রেন

জাপানে ভাইরাস নিয়ে গবেষণারত একটি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে উঠে এসেছে করোনার ডেল্টা ভাইরাসের সংক্রমণ ক্ষমতার কথা৷ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার অন্য যে কোন ভ্যারিয়ান্টের থেকে ১০ গুন বেশি দ্রুত ছড়াই 'ডেল্টা' স্ট্রেন৷ খোলা বাতাসেও এর বেঁচে থাকার ক্ষমতা অনেক বেশি৷

দেশজুড়ে হাহাকার, কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে পড়ে নষ্ট হচ্ছে ১ কোটির বেশি করোনা টিকাদেশজুড়ে হাহাকার, কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে পড়ে নষ্ট হচ্ছে ১ কোটির বেশি করোনা টিকা

English summary
Delta in search of world's most contagious corona strain, found in 85 countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X