For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাফালে বিতর্ক' জিইয়ে রেখে ফ্রান্সে গিয়ে বৈঠক সীতারমনের, নজর রাখছে কংগ্রেসও

বৃহস্পতিবার ফ্রান্স সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নির্মলা। তবে সেখানে রাফালে নিয়ে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

  • |
Google Oneindia Bengali News

রাফালে বিতর্কে কংগ্রেস নিশানায় রেখেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকেও। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিতর্ক ধামাচাপা দিতেই ফ্রান্স সফরে গিয়েছেন নির্মলা। যদিও কেন্দ্র এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

রাফালে বিতর্ক জিইয়ে রেখে ফ্রান্সে গিয়ে বৈঠক সীতারমনের

বৃহস্পতিবার ফ্রান্স সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নির্মলা। তবে সেখানে রাফালে নিয়ে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। বলা হচ্ছে, দুই দেশের সামরিক বিষয়ে কীভাবে আরও যোগাযোগ বাড়ানো যায়, একে অপরকে সাহায্য করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তবে রাফালে উৎপাদনকারী ইউনিটে নির্মলা এদিন যাবেন বলে খবর। ৩৬টি ফাইটার জেট ভারত কিনবে বলে ঠিক হয়েছে। তার অগ্রগতি কতদূর তা খতিয়ে দেখা হবে।

বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ফের একবার রাফালে চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন। নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে রাহুল দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন। অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকার সুবিধা পাইয়ে দিয়েছেন মোদী। রাফালে চুক্তিতে জোর করে অনিলকে সুবিধা দেওয়া ছাড়াও নানা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন কংগ্রেস সভাপতি।

English summary
Defence Minister Nirmala Sitharaman holds talks with France amid Rafale deal controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X