For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঈশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হোক, চিনকে বলবে ভারত

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরে ফের একবার সামনে চলে এসেছে মৌলানা মাসুদ আজহারের নাম। জঈশ-ই-মহম্মদ প্রধান আজহার ও তাঁর ভাই আবদুল রউফ অসগরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর আখ্যা দিক চিন, এমনটাই চাইছে ভারত।

এজন্য চিনের কাছে আবেদনও জানানো হবে বলে জানা গিয়েছে। জঙ্গি বা জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে পাকিস্তান সরকারকে বারবার ব্যবস্থা নিতে বলার পরও এখনও কোনও ব্যবস্থা নেয়নি সেদেশের সরকার। এমনকী ব্যবস্থা নেওয়ার কোনওরকম ইঙ্গিতও পাওয়া যায়নি।

'জঈশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হোক'

ফলে মাসুদ আজহারের বিরুদ্ধেও যে ব্যবস্থা নেওয়া হবে না সেটা এখন ভালোই বুঝতে পারছে ভারত। আর সেজন্যই চিনকে পাশে নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়ানোর কৌশন নিতে চলেছে নয়াদিল্লি।

১৯৯৯ সালে এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ করে কান্দাহারে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। তাদের ছেড়ে দেওয়ার বদলে রেহাই দিতে হয়েছিল মাসুদ আজহারকে। পরে এই আজহারই জঈশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠী গড়ে তোলে।

২০০০ সালের পরপর পাকিস্তানেই নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে জঈশ জঙ্গিরা। ফলে নওয়াজ শরিফের সরকার কিছুই করবে না। এমনটাই বুঝে গিয়েছে ভারত। ঠিক যেভাবে লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রতিবেশী পাকিস্তান।

চিনকে এব্যাপারে পাশে পেলে উপমহাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অনেক সহজ হবে মনে করছে নয়াদিল্লি। আর সেজন্যই মাসুদ আজহারের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড়ে ব্যস্ত ভারতীয় গোয়েন্দারা।

English summary
Declare Masood Azhar global terrorist: India to urge China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X