For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাভা সমুদ্রে মিলল এয়ার এশিয়ার সেই বিমানের ধ্বংসাবশেষ, শব

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জাকার্তা ও সিঙ্গাপুর, ৩০ ডিসেম্বর: সন্দেহ দানা বাঁধছিলই। শেষ পর্যন্ত জাভা সমুদ্রেই পাওয়া গেল এয়ার এশিয়ার সেই বিমানটির ধ্বংসাবশেষ। মঙ্গলবার দুপুরে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ইন্দোনেশিয়া সরকারের তরফে।

আরও পড়ুন: ১৬২ জনকে নিয়ে মাঝ আকাশে উধাও এয়ার এশিয়ার বিমান
আরও পড়ুন: জাভা সমুদ্রে ভেঙে পড়েছে এয়ার এশিয়ার সেই বিমান, আশঙ্কা

গত রবিবার ইন্দোনেশিয়ার সুরবায়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল এয়ার এশিয়ার কিউ জেড-৮৫০১ উড়ানটি। জাভা সমুদ্রের ওপর ৩২ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় খারাপ আবহাওয়ার কারণে পাইলট রুট পরিবর্তন করতে চেয়েছিলেন। জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অনুরোধ করেছিলেন, ৩৮ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার অনুমতি দিতে। কিন্তু সেই অনুমতি আসার আগে রেডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা যে ঘটেছে, তা আশঙ্কা করছিল সবাই। শেষমেশ তাকে সত্যিই প্রমাণ করে বিমান ধ্বংসাবশেষ মিলল।

তত

যে দ্রাঘিমাংশ ও অক্ষাংশে বিমানটি শেষবার ছিল, তার সূত্র ধরে অনুসন্ধান শুরু করেন উদ্ধারকারীরা। গতকাল জাভা সমুদ্রে কালিমান্তান ও বালিতুং দ্বীপের মাঝামাঝি জায়গায় তেল ভাসতে দেখেছিলেন অনুসন্ধানকারীরা। প্রায় সেই জায়গাতেই আজ দেখা গেল বিমানের ধ্বংসাবশেষ। পাশাপাশি, ৪০ মৃতদেহেরও হদিশ মিলেছে।

এয়ার এশিয়ার সিইও টোনি ফার্নান্ডেজ বলেছেন, "কিউ জেড-৮৫০১ উড়ানে যাঁরা ছিলেন, তাঁদের পরিবার-পরিজনের কথা ভেবে আমার মন দুঃখে কাতর। এয়ার এশিয়ার পক্ষ থেকে ওঁদের সমবেদনা জানাই।"

প্রসঙ্গত, অভিশপ্ত বিমানটিতে ছিলেন ১৫৫ জন যাত্রী এবং সাতজন কর্মী।

English summary
Debris of Air Asia plane and body parts found in Java Sea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X