For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অগ্নিবীর' নিয়ে বিতর্ক, জানেন কি সেনাবাহিনীর চাকরিতে চিন থেকে আমেরিকা কী নিয়ম রয়েছে?

'অগ্নিবীর' নিয়ে বিতর্ক, জানেন কি সেনবাহিনীর চাকরিতে চিন থেকে আমেরিকা কী নিয়ম রয়েছে?

  • |
Google Oneindia Bengali News

ভারত সরকার মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে৷ এই প্রকল্পের মাধ্যমেই সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে সৈন্য নিয়োগের কথা বলেছে কেন্দ্র। মূলত চার বছরের স্বল্পমেয়াদী চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ৷ একটি বড় পরিবর্তনের মাধ্যমে জাতির ভবিষ্যত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তরুণ সৈন্যদের তৈরির প্রচেষ্টার জন্যই এই প্রকল্পের কথা বলেছে কেন্দ্র৷

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প!

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প!

কেন্দ্র সরকারের নতুন অগ্নিপথ প্রকল্পে প্রায় ৩০-৪০ হাজার টাকা বেতনে ১৭.৫ থেকে ২১ বছরের বয়সীদের সেনাবাহিনীতে নিয়োগ করার কথা বলেছে। মহিলারাও প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন৷ অগ্নিবীরদের অবশ্যই সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্তির জন্য নির্ধারিত মেডিকেল যোগ্যতা শর্তগুলি পূরণ করতে হবে যা সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য। অগ্নিপথের অধীনে নিয়োগ করা সৈন্যদের চার বছর পরে চাকরি থেকে মুক্তি দেওয়া হবে, যদিও নতুন সিস্টেমে তাদের প্রায় ২৫ শতাংশকে স্ক্রীনিংয়ের মাধ্যমে আবার চাকরিতে পুনর্বহাল করার বিধান থাকছে৷

সেনবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে চিন, আমেরিকা, ইসরায়েলের মতো দেশে কী বিধান রয়েছে?

সেনবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে চিন, আমেরিকা, ইসরায়েলের মতো দেশে কী বিধান রয়েছে?

চিনে, ২ বছর সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক। সেনবাহিনীতে প্রতিবছর ৪.৫ লাখ নিয়োগ করে বেজিং। আমেরিকা ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করে। তবে চারবছর পরেও যে কোনও সময় ডাকা হতে পারে এই সৈনিকদের৷ আমেরিকায় ১৪ লক্ষ সৈনিক রয়েছে। আবার, ফ্রান্স ১ থেকে ১.৫ বছরের কনট্রাক্ট পুননবীকরনের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ করে। যেখানে একটানা ১৯ বছর চাকরি করলে পেনশানের সুবিধা পাওয়া যায়৷ ইজরায়েলেও চিনের মতোই সাধার নাগরিকদের কিছু সময়ের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক৷ সাধারণত ছেলেদের ৩২ মাস। মেয়েদের ২৪ মাস সেনাবাহিনীতে থাকতে হয় ইসরায়েলের নাগরিকদের।

অগ্নিপথ নিয়ে রাজ্যে রাজ্যে বিক্ষোভ!

অগ্নিপথ নিয়ে রাজ্যে রাজ্যে বিক্ষোভ!

বৃহস্পতিবার ছাপরা, গোপালগঞ্জ এবং কাইমুর জেলায় কেন্দ্রের 'অগ্নিপথ' নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে৷ বিহারে অন্তত তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়। স্কিম বাতিলের দাবিতে যুবকরা রেলওয়ে ট্র্যাকে শুয়ে এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ করায় আন্দোলন বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে। গোয়ালিয়রের বিড়লা নগর রেলওয়ে স্টেশনে বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়েছে, সরকারি সম্পত্তিও ভাংচুর করেছে। বিক্ষোভকারীরা কয়েকটি ট্রেনের জানালা ভেঙে, জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়, টায়ার জ্বালিয়ে দেয় এবং কেন্দ্রের নতুন নিয়োগ নীতির বিরুদ্ধে স্লোগান দেয়। উত্তর মধ্য রেলওয়ের ঝাঁসি বিভাগে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বিক্ষোভের কারণে৷

কেন্দ্রের অগ্নিপথ স্কিম নিয়ে কেন প্রতিবাদ জানাচ্ছে সেনাবাহিনীর চাকরি পরীক্ষার্থীরাকেন্দ্রের অগ্নিপথ স্কিম নিয়ে কেন প্রতিবাদ জানাচ্ছে সেনাবাহিনীর চাকরি পরীক্ষার্থীরা

English summary
Debate over 'Agnibir', do you know what are the rules from China to America in army service?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X