For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রকোপ মৃতের সংখ্যা বাড়ছে, হটলাইন খুলল চিনের ভারতীয় দূতাবাস

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫-এ। এদের মধ্যে ২৪ জনেরই মৃত্যু হয়েছে চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রভিন্সে। একজনের মৃত্যু হয়েছে পার্শ্ববর্তী হেবেই প্রভিন্সে। এই নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩০-এ। এদিকে পরিস্থিতির উপড় কড়া নজর রাখছে চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস। সেদেশে থাকা কোনও ভারতীয় এই ভাইরাস সংক্রান্ত কোনও প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তাদের জন্যে খোলা হয়েছে হটলাইন নম্বর।

বেডিংয়ে ভারতীয় দূতাবাসের হটলাইন

ভারতীয় দূতাবাস জানিয়েছে, -০৮৬১-৮৬১২০৮৩৬২৯ এবং ০৮৬১-৬১২০৮৩৬১৭ নম্বরে ফোন করে চিনে থাকা যে কোনও ভারতীয় করোনা ভাইরাস সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি বেজিংয়ে অবস্থিত ভআরতীয় দূতাবাসের অফিসায়ার টুইটার ও পেসবুক অ্যাকাউন্টেও যোগাযোগ করে নিজেদের অসুবিধার কথা জানাতে পারেন ভারতীয়রা।

ভারতীয় দূতাবাস নডর রাখছে পরিস্থিতির উপর

ভারতীয় দূতাবাস একটি টুইট করে লেখে, 'উহানে বসবাসরত ভারতীয় এবং দায়িত্বে থাকা চিনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। আমরা বর্তমান এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যারা যোগাযোগ করতে চান তাদের জন্য আমরা হটলাইনগুলিও শুরু করেছি। প্রয়োজনে টুইটার মারফত বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশমন্ত্রক, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।'

সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে

একটি বিবৃতিতে বলা হয়, 'ভারতের দূতাবাস হুবেই প্রদেশের ভারতীয়দের পাশাপাশি ভারতে থাকা তাদের আত্মীয়দের কাছ থেকে চিনে করোনভাইরাস মহামারীটির ক্রমবর্ধমান পরিস্থিতির বিষয়ে বিভিন্ন প্রশ্ন পেয়ে আসছে। এক্ষেত্রে ভারতের দূতাবাস বেইজিং ও উহানের দায়িত্বে থাকা চিনা কর্তৃপক্ষের পাশাপাশি হুবেই প্রদেশের ভারতীয়দের সাথে যোগাযোগ করছে ভারতের দূতাবাস।'

ভারতের বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং

এদিকে জানা গিয়েছে রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করতে বলা হয়েছে৷ নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে৷ পাশাপাশি চিন থেকে ভারতে আসতে চাওয়া মানুষের ভিসার আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীর শারীরিক সুস্থতার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে৷

বাড়তি সতর্কতা

বাড়তি সতর্কতা

কেন্দ্র জানিয়েছে, চিন ছাড়া ভিন দেশ থেকে আসা সমস্ত বিমানের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হবে৷ পাশাপাশি গত বছরের ৩১ ডিসেম্বরের পর চিনের উহান শহর থেকে আসা সমস্ত যাত্রীদের বিস্তারিত তালিকাও চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷

চিন ও পার্শ্ববর্তী দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতে সতর্ক বার্তা

চিন ও পার্শ্ববর্তী দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতে সতর্ক বার্তা

চিন ও পার্শ্ববর্তী দেশগুলির ভারতীয় দূতাবাসগুলিতেও নোভেল করোনা ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে৷ চিনের বাইরে জাপান ও থাইল্যান্ডেও এই ভাইরাস সংক্রমণের খবর এসেছে৷ এর আগে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা এসএআরএস-এর সংক্রমণে সারা বিশ্বে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছিল। এই ভাইরাসটির সঙ্গে করোনা ভাইরাসের চরিত্রের বিশেষ মিল রয়েছে৷ তাই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস নিয়ে৷ সবমিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷

English summary
death toll rises in corona virus attack, indian embassy in china opens hotline in beijing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X