For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া, মৃত বেড়ে ২৩, বাংলো ছাড়লেন লেডি গাগা

বিধ্বংসী ক্যাম্প ফায়ারে জ্বলছে ক্যালিফোর্নিয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার জঙ্গলের এই আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩।

  • |
Google Oneindia Bengali News

বিধ্বংসী ক্যাম্প ফায়ারে জ্বলছে ক্যালিফোর্নিয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার জঙ্গলের এই আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। এখনও পর্যন্ত আগুনের গ্রাসে চলে গিয়েছে সেখানে ৬,৭০০ টি বাড়ি। নিখোঁজ ৩৫ জন।

বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া, মৃত বেড়ে ২৩, বাংলো ছাড়লেন লেডি গাগা

এদিকে, একাধিক হলিউড সেলেব্রিটির বাংলো ক্ষতিগ্রস্ত হয় ক্য়ালিফোর্নিয়াতে। আগুনের ভয়াবহতার জেরে ক্যালিফোর্নিয়ার হিডেন হিলের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কিম কার্দেশিয়ান ও তাঁর পরিবার। ক্যালিফোর্নিয়ার ম্যালিবু ম্য়ানসন ছাড়তে বাধ্য হয়েছেন সেলেব্রিটি লেডি গাগা।

এদিকে, ক্য়ালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনের জেরে প্রায় আড়াই লক্ষ মানুষকে আপাতত ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রমেই পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করে দিয়েছে। দুটি পৃথক আগ্নিকাণ্ডের জেরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। শুধু মানুষ নয়, জঙ্গলের প্রাণীদিরে নিয়েও শঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই মার্কিন বনদফতর তৎপরতার সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

English summary
The most destructive wildfire in California history leveled nearly the entire city of Paradise as firefighters battled massive fires on both sides of the state. At least 23 people were killed by the so-called Camp Fire in Butte County, authorities said. Most of the buildings in Paradise are in ruin and its business district is destroyed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X