For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনেই মরছে হাজার হাজার, আমেরিকা-ফ্রান্সের পরিসংখ্যান দেখলে উদ্বেগ আরও বাড়বে

একদিনেই মরছে হাজার হাজার, আমেরিকা-ফ্রান্সের পরিসংখ্যান দেখলে উদ্বেগ আরও বাড়বে

Google Oneindia Bengali News

একদিনেই করোনা প্রাণ কাড়ল ৫ হাজার ৮৮১ জনের। শনিবারের ওই পরিসংখ্যানে সবথেকে করুণ অবস্থা আমেরিকা ও ফ্রান্সের। দুই দেশেই একদিন প্রাণ গিয়েছে এক হাজারেরও বেশি মানুষের। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ৬৪ হাজার ছাড়িয়ে গিয়েছে! আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১২ লক্ষ। উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে বিশ্বে।

ইউরোপে হাহাকার

ইউরোপে হাহাকার

বিশ্বের বিশ্বের দুই শতাধিক দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। তার মধ্যে শুধু ইউরোপে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। আর ইউরোপের বাইরে আক্রান্ত ও মৃতের সংখ্যায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আমেরিকা। এশিয়ার চিন থেকে যে করোনার সংক্রমণ শুরু হয়েছিল, তা এখন গ্রাস করেছে অন্য মহাদেশকেও।

আমেরিকা

আমেরিকা

আমেরিকায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের কিছু বেশি। তার মধ্যে আমেরিকায় ৩ লক্ষ ১১ হাজার যথেষ্ট উদ্বেগের। আর সেইসঙ্গে মৃত্যুও বাড়ছে হু-হু করে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৮৫০০। তার মধ্যে একদিনেই মৃত ১৩৩১।

ফ্রান্স

ফ্রান্স

শনিবার আবার উদ্বেগ বাড়িয়ে এক লাফে অনেকটা উঠে এসেছে ফ্রান্স। এখানেও একদিনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে মোট মৃত্যু সাড়ে সাত হাজারেরও বেশি। তার মধ্যে শনিবার মারা গিয়েছে ১০৫৩ জন। আক্রান্তের সংখ্যাও ৯০ হাজার ছুঁয়েছে। একদিনেই আক্রান্ত হয়েছেন ৭,৭৮৮।

যেন মৃত্যুপুরী

যেন মৃত্যুপুরী

করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা এদিন ছাড়িয়ে গেল ৬৪ হাজার। শনিবার এক লাফে মৃত্যের সংখ্যা বেড়েছে ৫ হাজারেরও বেশি। ইউরোপ ও আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। বিশ্বজুড়ে মারণ করোনার জেরে মৃত্যু-মিছিল চলছে ইতালি, স্পেন, আমেরিকা, জার্মানি ও ফ্রান্স ও ব্রিটেনে।

আক্রান্ত বাড়ছে

আক্রান্ত বাড়ছে

করোনায় আক্রান্তের সংখ্যাও ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে এই সংখ্যাটা ১২ লক্ষ ০৩ হাজার। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। শুধু আমেরিকাতেই আক্রান্ত ছাড়িয়েছে ৩ লক্ষ। স্পেন ছাপিয়ে গিয়েছে ইতালিকে। স্পেনে ১ লক্ষ ২৬ হাজার আর ইতালিতে ১ লক্ষ ২৪ হাজার।

'নিউ ইয়র্কের অবস্থা দেখুন, সবচেয়ে ধনীরা ওখানে থাকেন..', করোনা নিয়ে সতর্কবার্তা ইমরানের'নিউ ইয়র্কের অবস্থা দেখুন, সবচেয়ে ধনীরা ওখানে থাকেন..', করোনা নিয়ে সতর্কবার্তা ইমরানের

English summary
Death toll increases one thousand in one day in US and France. 64 thousands died in Coronavirus outbreak in world. Over 12 lacs are affected in Corona due to this pandemic,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X