For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে, চার হাজার মানুষ রক্তাক্ত

বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের। প্রায় ৩৭০০ জন আহত হয়েছেন এই প্রবল বিস্ফোরণে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের এই তথ্য দিয়েছে।

Google Oneindia Bengali News

বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের। প্রায় ৩৭০০ জন আহত হয়েছেন এই প্রবল বিস্ফোরণে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের এই তথ্য দিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন প্রায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল।

বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে

মঙ্গলবার তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বেইরুটের বিস্তীর্ণ এলাকা। বিকট আওয়াজ হয়। একাধিক বহুতলের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়। সূত্রের খবর, বাজি মজুত করার গুদামঘরে বিস্ফোরণ ঘটেছিল। বিকট শব্দের সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ভরে ওঠে বিস্ফোরণস্থল।

বেইরুটের বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী সাদ হারির হেডকোয়ার্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে দেখা গিয়েছিল লাল ধোঁয়া। বিস্ফোরণের পরই বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে।

তদন্তকারীরা জানিয়েছে, বিস্ফোরণ স্থল থেকে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব হাসপাতালকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে পুলিশ এই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে।

English summary
Death tally are increases by jumping at Lebanon's Beirut blast. 73 dead and 3,700 injured in blasts in Lebanan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X