For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান সরকারের কড়াকড়িতে নাম বদলে ফেলল হাফিজ সঈদের 'জামাত উদ দাওয়া'

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তথা ২০০৮ সালের মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সঈদের সংগঠন জামাত উদ দাওয়া বদলে ফেলল নিজেদের নাম। হাফিজ সঈদকে গৃহবন্দি হওয়ার পরই এবার সেই খবর প্রকাশ্যে এল।

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ৪ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তথা ২০০৮ সালের মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সঈদের সংগঠন জামাত উদ দাওয়া বদলে ফেলল নিজেদের নাম। হাফিজ সঈদকে পাকিস্তান সরকার গৃহবন্দি করতেই তার সংগঠনের নাম বদলে হয়ে গেল 'তেহেরিক আজাদি জম্মু ও কাশ্মীর'।[কীভাবে স্যোশাল মিডিয়াকে ব্যবহার করছে জঙ্গিরা, ফাঁস করলেন রাহিল শরিফ]

গৃহবন্দি হওয়ার কিছুদিন আগে জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সঈদ ইঙ্গিত দিয়েছিল, কাশ্মীরের মুক্তির লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের সংগঠনের নাম পাল্টে সে কাশ্মীরের নাম তাতে জুড়ে দিতে চায়। হাফিজ সঈদকে গৃহবন্দি হওয়ার পরই এবার সেই খবর প্রকাশ্যে এল।[উত্তরপ্রদেশে দুটি রেল দুর্ঘটনার নেপথ্যে হাত ছিল পাকিস্তানি আইএসআইয়ের!]

পাকিস্তান সরকারের কড়াকড়িতে নাম বদলে ফেলল হাফিজ সঈদের 'জামাত উদ দাওয়া'

এর আগে বারবারই প্রকাশ্যে উঠে এসেছে যে জামাত উদ দাওয়ার মতো সংগঠনকে সামনে রেখে অনুদানের টাকা তুলে তা লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠনে ব্যবহার করা হয়। ফলে দুটি সংগঠনের মাথাই এই জঙ্গি হাফিজ সঈদ। এবার সেই সংগঠনের নাম পাল্টে জামাত উদ দাওয়া ও ফলাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে হাফিজ সঈদ।[অগ্নি ৫ ক্ষেপণাত্রের সফল উৎক্ষেপণ, যে ৫ টি তথ্য জানা প্রয়োজন]

সূত্রের খবর, জামাত উদ দাওয়া ও ফলাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন দুটি এখন 'তেহেরিক আজাদি জম্মু ও কাশ্মীর' সংগঠনের ছত্রছায়ার পথ চলা শুরু করেছে। রবিবার পাকিস্তানে কাশ্মীর দিবস পালন হয়। সেদিক আনুষ্ঠানিক হতে চলেছে গোটা বিষয়টি। তার আগে কয়েকদিন ধরেই লাহোর ও অন্য শহরগুলিতে 'তেহেরিক আজাদি জম্মু ও কাশ্মীর' এর ব্যানার ও পোস্টার ঝুলতে দেখা গিয়েছে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

প্রসঙ্গত, জামাত উদ দাওয়া ও ফলাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের কার্যালয় হাফিজ সঈদের গৃহবন্দি হওয়ার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। ১৯৯৭ সালের সন্ত্রাসবাদ বিরোধী পাকিস্তানি আইন মেনে এই দুটি সংগঠনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত সোমবার হাফিজ সঈদের পাশাপাশি তার সহযোগী আবদুল্লা উবেইদ জাফর ইকবাল, আবদুর রেহমান ও কাজি কাশিফ নিয়াজকেও লাহোরে গৃহবন্দি করে রাখা হয়েছে।

English summary
Jamaat-ud-Dawa has rebranded under the new name of 'Tehreek Azadi Jammu and Kashmir', just days after its chief Hafiz Saeed was put under house arrest and a crackdown launched on the organisation's activities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X