করাচিতেই গা ঢাকা দিয়ে দাউদ ? জল্পনার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর তথ্য ডনের ডান হাত ছোটা শাকিলের
দাউদের করাচিতে উপস্থিতি নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। ইমরান খান প্রশাসন পাকিস্তানে মাটিতে দাউদের উপস্থিতের কথা জানালেও এদিন সরাসরি তা অস্বীকার করতে দেখা গেল দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ছোটা সাকিলকে।

দাউদের ঠিকানা বলতে অপারগ সাকিল
পাশাপাশি এই প্রসঙ্গে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সাকিলকে। যাবতীয় জল্পনায় জল ঠেলে সাকিলকে বলতে শোনা যায়, ‘করাচির আপমার্কেট ক্লিফটন এলাকায় দাউদ ইব্রাহিম বসবাস করেন, এটা প্রমাণ করা ও দেখানোর দায়িত্ব মিডিয়ার৷ মিডিয়াই তো খবর করেছ।'

সরকারি মদতেই পাকিস্তানেপর মাটিতে গা ঢাকা দিয়ে রয়েছে দাউদ
এদিকে ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদের বর্তমান ঠিকানা জানতে একযোগেই দীর্ঘদিন থেকে খোঁজ চালাচ্ছে একাধিক দেশ। একাধিক সন্ত্রাসী হামলার সাথে যুক্ত কুখ্যাত এই ডন যে পাকিস্তানেই গা ঢাকা দিয়ে আছেন সেই তথ্য গোয়েন্দাদের হাতে থাকলেও পাক সরকার তা বরাবরই অস্বীকার করে গেছে।

করাচিতে সৌদি মসজিদের কাছে রয়েছেন দাউদ
এদিকে পাক সরকারের মদতেই পাকিস্তানের মাটি থেকেই দীর্ঘদিনের নিজের ক্রিয়াকলাপ চালিয়ে গেছেন দাউদ। অবশেষে গত রবিবার পাকিস্তান স্বীকার করে, করাচিতে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউসটি হল দাউদ ইব্রাহিমের বর্তমানে ঠিকানা। তারপরেই তা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে যায় সংবাদমাধ্যমে।

দাউদের আরও দুটি ঠিকানা কোথায় কোথায় ?
এদিকে পাক সরকারের সূত্রে অনুয়ায়ী দাউদের আরও দুটি ঠিকানা হল, হাউস নম্বর ৩৭, ৩০ স্ট্রিটৃডিফেন্স, হাউজিং অথরিটি, করাচি ও করাচির নূরবাদে পার্বত্য এলাকায় প্রাসাদোপম বাংলো। যদিও এই সমস্ত তথ্য অস্বীকার করে ডি-কোম্পানির অন্যতন অনুগত কর্মচারী সাকিল বলেন, ‘সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমের যুগে আপনারা যা ইচ্ছে কল্পনা করতেই পারেন। কিন্তু দাউদের ঠিকানা নিয়ে কোনও সরকারকে উত্তর দিতে আমি বাধ্য নই।'

গান্ধী ভীতিতে মুখে কুলুপ কংগ্রেস নেতাদের! সভাপতি ইস্যুতে অসন্তুষ্ট শতাধিক শীর্ষ নেতা